নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১ /২-এস থেকে আনুমানিক ২০ গজ ভারতের ভেতরে এ বৈঠক হয়।
বৈঠকে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়নের সঙ্গে বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের আলোচনা হয়। সমন্বয় সভায় বিজিবি-১ ব্যাটালিয়ন দলের নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। এ ছাড়া ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন এবং বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতিষ কুমার ডোগরা নিজ নিজ ব্যাটালিয়নের দলের নেতৃত্ব দেন।
এ নিয়ে জানতে চাইলে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘সমন্বয় সভায় সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ সভার মাধ্যমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে।’
সমন্বয় সভায় বিজিবির পক্ষে স্টাফ অফিসার হিসেবে মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন, রাজশাহী সদর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ বিজিবির পক্ষে ২৩ জন অংশ নেন। আর বিএসএফের পক্ষে স্টাফ অফিসার হিসেবে ডেপুটি কমান্ড্যান্ট রাম কুমারসহ মোট ১৭ জন অংশ নেন।
রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১ /২-এস থেকে আনুমানিক ২০ গজ ভারতের ভেতরে এ বৈঠক হয়।
বৈঠকে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়নের সঙ্গে বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের আলোচনা হয়। সমন্বয় সভায় বিজিবি-১ ব্যাটালিয়ন দলের নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। এ ছাড়া ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন এবং বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতিষ কুমার ডোগরা নিজ নিজ ব্যাটালিয়নের দলের নেতৃত্ব দেন।
এ নিয়ে জানতে চাইলে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘সমন্বয় সভায় সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ সভার মাধ্যমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে।’
সমন্বয় সভায় বিজিবির পক্ষে স্টাফ অফিসার হিসেবে মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন, রাজশাহী সদর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ বিজিবির পক্ষে ২৩ জন অংশ নেন। আর বিএসএফের পক্ষে স্টাফ অফিসার হিসেবে ডেপুটি কমান্ড্যান্ট রাম কুমারসহ মোট ১৭ জন অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫