ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট ও পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে ২৩ তারিখের মধ্যে আপিল জমা দিতে হবে। আপিল নিশ্চিত করা হবে ২৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এ ছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণা করার পর যাঁদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় ঘোষণা করা হয়েছে, নতুন করে তাঁদের মনোনয়নপত্র দাখিল করতে হবে না, জামানতের অর্থও জমা দিতে হবে না।
নির্বাচন অফিস আরও জানায়, উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ১, মহিলা ৭ লাখ ৮৭ হাজার ১৩ এবং হিজড়া ১ জন। পত্নীতলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ধামইরহাট ও পত্নীতলা আসনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে মনোনীত স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন স্থগিত করা হয়।
নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট ও পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে ২৩ তারিখের মধ্যে আপিল জমা দিতে হবে। আপিল নিশ্চিত করা হবে ২৪ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এ ছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণা করার পর যাঁদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় ঘোষণা করা হয়েছে, নতুন করে তাঁদের মনোনয়নপত্র দাখিল করতে হবে না, জামানতের অর্থও জমা দিতে হবে না।
নির্বাচন অফিস আরও জানায়, উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৫। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ১, মহিলা ৭ লাখ ৮৭ হাজার ১৩ এবং হিজড়া ১ জন। পত্নীতলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ধামইরহাট ও পত্নীতলা আসনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে তাঁর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব শতভাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে মনোনীত স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচন স্থগিত করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে