প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাটে ৪ জন ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে নাম মৃতদের তালিকায় রয়েছে। ফলে তাঁরা সরকারের নানাবিধ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় জীবিতদের তালিকায় নাম ওঠাতে তাঁরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন।
ডেটাবেইসে নাম থাকা মৃত ৪ ব্যক্তিরা হলেন-উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল (২৮), পরানপুর গ্রামের হাজেরা বেগম (৮৪), হাবিবপুর গ্রামের আমান উল্লাহ (৭০) ও ডাকরা গ্রামের শাহানাজ পারভিন (৫০)।
উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৪ জনের তথ্য পুনরায় ভোটার তালিকা সংক্রান্ত সার্ভারে পুনঃস্থাপনের জন্য গত ১১ মে রাজশাহী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে হাজেরা বেগম উপজেলার পরানপুর গ্রামের আজাহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন। বেঁচে থেকেও মৃত বৃদ্ধা হাজেরা বেগম নামে ভোটার তালিকায় নাম রয়েছে।
ফলে ২০২০ সালের জুলাই থেকে তাঁর ভাতা বন্ধ রয়েছে।
কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত।
হাজেরা বেগমের মতো বাকি তিনজনের একই অবস্থা। তাঁরা ভাতা, করোনাকালীন সময়ের সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারছেন না। তাঁরা নির্বাচন কমিশনের ডেটাবেইসে নিজেদের জীবিত প্রমাণ করতে পারলে তবেই আবার সকল সুবিধা ফিরে পাবেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে চারঘাট উপজেলার নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হয়তো কোনো ভুল বশত নির্বাচন কমিশনের ডেটাবেইস থেকে ৪ জনের নাম কাটা গেছে। তবে আমরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন অফিসে তাঁদের আবেদনগুলো পাঠিয়েছি।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৪ জনের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশসহ আবেদনপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো হয়েছে।
রাজশাহীর চারঘাটে ৪ জন ব্যক্তি জীবিত থেকেও নির্বাচন কমিশনের ডেটাবেইসে নাম মৃতদের তালিকায় রয়েছে। ফলে তাঁরা সরকারের নানাবিধ সেবা থেকে বঞ্চিত রয়েছেন। পুনরায় জীবিতদের তালিকায় নাম ওঠাতে তাঁরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছেন।
ডেটাবেইসে নাম থাকা মৃত ৪ ব্যক্তিরা হলেন-উপজেলার থানাপাড়া গ্রামের আল ফারাবী ইবনুল (২৮), পরানপুর গ্রামের হাজেরা বেগম (৮৪), হাবিবপুর গ্রামের আমান উল্লাহ (৭০) ও ডাকরা গ্রামের শাহানাজ পারভিন (৫০)।
উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৪ জনের তথ্য পুনরায় ভোটার তালিকা সংক্রান্ত সার্ভারে পুনঃস্থাপনের জন্য গত ১১ মে রাজশাহী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে হাজেরা বেগম উপজেলার পরানপুর গ্রামের আজাহার আলীর স্ত্রী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বর্তমান বয়স ৮৪ বছর। তিনি নিয়মিত বয়স্ক ভাতা পেতেন। বেঁচে থেকেও মৃত বৃদ্ধা হাজেরা বেগম নামে ভোটার তালিকায় নাম রয়েছে।
ফলে ২০২০ সালের জুলাই থেকে তাঁর ভাতা বন্ধ রয়েছে।
কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকার হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি এখন মৃত।
হাজেরা বেগমের মতো বাকি তিনজনের একই অবস্থা। তাঁরা ভাতা, করোনাকালীন সময়ের সরকারি যাবতীয় সুবিধা ভোগ করতে পারছেন না। তাঁরা নির্বাচন কমিশনের ডেটাবেইসে নিজেদের জীবিত প্রমাণ করতে পারলে তবেই আবার সকল সুবিধা ফিরে পাবেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে চারঘাট উপজেলার নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, হয়তো কোনো ভুল বশত নির্বাচন কমিশনের ডেটাবেইস থেকে ৪ জনের নাম কাটা গেছে। তবে আমরা পুনরায় অন্তর্ভুক্তির জন্য জেলা নির্বাচন অফিসে তাঁদের আবেদনগুলো পাঠিয়েছি।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৪ জনের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশসহ আবেদনপত্র নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫