পাবনা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেন। তাঁদের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ২৫ জন।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনে ৪ জন, পাবনা-২ আসনে ৭ জন, পাবনা-৩ আসনে ৫ জন, পাবনা-৪ আসনে ৫ ও পাবনা-৫ আসনে ৪ জন।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সরদার শাহজাহান পেয়েছেন ৩৭৬ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের শামসুল হক পেয়েছেন ২৭৭ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের জয়নাল আবেদীন পেয়েছেন ৪০১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী পারভীন খাতুন পেয়েছেন ১৯০ ভোট। এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।
পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ৩৬৬ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আব্দুল আজিজ খান পেয়েছেন ২ হাজার ১৩ ভোট, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২ হাজার ২২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) ফুলের মালা প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম পেয়েছেন ৩৬৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের মশাল প্রতীকের প্রার্থী শেখ আনিসুজ্জামান পেয়েছেন ২৮১ ভোট। এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই জামানত হারিয়েছেন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৭৩২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ২৫১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী আবুল বাশার শেখ পেয়েছেন ১৭৫ ভোট, গণতন্ত্রী পার্টির কবুতর প্রতীকের প্রার্থী খাইরুল আলম পেয়েছেন ২৭৪ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী বেল্লাল মোল্লা পেয়েছেন ৪৩০ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ৪১২ ভোট। এই আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী আতাউল হাসান পেয়েছেন ৮২৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পেয়েছেন ১০৬০ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের প্রার্থী মনছুর রহমান পেয়েছেন ৭৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৫৩৩ ভোট। এই আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন।
পাবনা-৫ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের খান পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আফজাল হোসেন বটু পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী আবু দাউদ পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী তারাই জামানত হারাবেন, যারা গ্রহণ করা বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পাবেন। সে হিসেবে পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত প্রার্থীসহ পাবনা-১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এবং পাবনা-৩ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের জামানত বাজেয়াপ্ত হয়নি। বাকি ২৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, পাবনা-১ আসনে মোট গ্রহণ করা ভোট ১ লাখ ৭০ হাজার ৬১৮। বাতিল হয়েছে ২ হাজার ৬৭৩ ভোট। ৩৯ দশমিক ৫৩ ভাগ ভোট পড়েছে। পাবনা-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৬২৮ টি। বাতিল হয়েছে ২ হাজার ৯৫২ ভোট। ৫১ দশমিক ৩০ পারসেন্ট ভোট পড়ছে। পাবনা-৩ আসনে মোট গ্রহণ করা ভোট ২ লাখ ২২ হাজার ৬৪৭ টি। বাতিল হয়েছে ৩ হাজার ৭৪৫ ভোট। ৪৯ দশমিক ৪০ ভাগ ভোট পড়েছে। পাবনা-৪ আসনে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬ টি। বাতিল হয়েছে ৪ হাজার ৬৬৫ ভোট। ৪৬ দশমিক ৫৫ পারসেন্ট ভোট পড়েছে। পাবনা-৫ আসনে মোট গ্রহণ করা ভোট ১ লাখ ৭২ হাজার ২৫৫ টি। বাতিল হয়েছে ৪ হাজার ১০০ ভোট। ৩৫ দশমিক ৩৪ ভাগ ভোট পড়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেন। তাঁদের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ২৫ জন।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনে ৪ জন, পাবনা-২ আসনে ৭ জন, পাবনা-৩ আসনে ৫ জন, পাবনা-৪ আসনে ৫ ও পাবনা-৫ আসনে ৪ জন।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সরদার শাহজাহান পেয়েছেন ৩৭৬ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের শামসুল হক পেয়েছেন ২৭৭ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের জয়নাল আবেদীন পেয়েছেন ৪০১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী পারভীন খাতুন পেয়েছেন ১৯০ ভোট। এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।
পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ৩৬৬ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আব্দুল আজিজ খান পেয়েছেন ২ হাজার ১৩ ভোট, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২ হাজার ২২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) ফুলের মালা প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম পেয়েছেন ৩৬৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের মশাল প্রতীকের প্রার্থী শেখ আনিসুজ্জামান পেয়েছেন ২৮১ ভোট। এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই জামানত হারিয়েছেন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৭৩২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ২৫১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী আবুল বাশার শেখ পেয়েছেন ১৭৫ ভোট, গণতন্ত্রী পার্টির কবুতর প্রতীকের প্রার্থী খাইরুল আলম পেয়েছেন ২৭৪ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী বেল্লাল মোল্লা পেয়েছেন ৪৩০ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ৪১২ ভোট। এই আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী আতাউল হাসান পেয়েছেন ৮২৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পেয়েছেন ১০৬০ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের প্রার্থী মনছুর রহমান পেয়েছেন ৭৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৫৩৩ ভোট। এই আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন।
পাবনা-৫ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের খান পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আফজাল হোসেন বটু পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী আবু দাউদ পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী তারাই জামানত হারাবেন, যারা গ্রহণ করা বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পাবেন। সে হিসেবে পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত প্রার্থীসহ পাবনা-১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এবং পাবনা-৩ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের জামানত বাজেয়াপ্ত হয়নি। বাকি ২৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, পাবনা-১ আসনে মোট গ্রহণ করা ভোট ১ লাখ ৭০ হাজার ৬১৮। বাতিল হয়েছে ২ হাজার ৬৭৩ ভোট। ৩৯ দশমিক ৫৩ ভাগ ভোট পড়েছে। পাবনা-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৬২৮ টি। বাতিল হয়েছে ২ হাজার ৯৫২ ভোট। ৫১ দশমিক ৩০ পারসেন্ট ভোট পড়ছে। পাবনা-৩ আসনে মোট গ্রহণ করা ভোট ২ লাখ ২২ হাজার ৬৪৭ টি। বাতিল হয়েছে ৩ হাজার ৭৪৫ ভোট। ৪৯ দশমিক ৪০ ভাগ ভোট পড়েছে। পাবনা-৪ আসনে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬ টি। বাতিল হয়েছে ৪ হাজার ৬৬৫ ভোট। ৪৬ দশমিক ৫৫ পারসেন্ট ভোট পড়েছে। পাবনা-৫ আসনে মোট গ্রহণ করা ভোট ১ লাখ ৭২ হাজার ২৫৫ টি। বাতিল হয়েছে ৪ হাজার ১০০ ভোট। ৩৫ দশমিক ৩৪ ভাগ ভোট পড়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫