রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। দুজনের নাম উল্লেখ করে নগরীর মতিহার থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের বিপরীত দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক।
মামলার অভিযুক্তরা হলেন—মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. মিনহাজ আবেদীন (৩৯) ও মোশারফ হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। তাদের উভয়ের বাড়ি রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায়।
মামলার এজাহার ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা। নগরীর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রধান ফটকের বিপরীতে সামনে একটি মোটরসাইকেল চড়ে মো. মিনহাজ আবেদীন ও মোসাদ্দেক হোসেন রাতুল ভুক্তভোগী শিক্ষকের গাড়ি অতিক্রম করে পথরোধ করেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ওই শিক্ষককে গাড়ির দরজা খুলতে বাধ্য করেন তারা এবং গাড়ি থেকে বের হতেই অভিযুক্ত দুজন একসঙ্গে তাকে এলোপাতাড়িভাবে মুখে এবং বুকে কিল-ঘুষি মারেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, মারধরের পর অভিযুক্তরা তাঁদের মোটরসাইকেল নিয়ে তালাইমারী রাস্তার দিকে এগোতে থাকলে গাড়ি নিয়ে তাঁদের পিছু নেন ভুক্তভোগী শিক্ষক। পরে তালাইমারী মোড়ে পৌঁছালে অভিযুক্তরা আবার ওই শিক্ষকের পথরোধ করেন। একপর্যায়ে অভিযুক্তরা মোটরসাইকেল থেকে নেমে গালি-গালাজ করে জানতে চায়, কেন তাদের পিছু নিয়েছেন তিনি। এ সময় ভুক্তভোগী শিক্ষক তাঁদের পরিচয় জানতে চান ও তাদের মোটরসাইকেলের নম্বর দেখতে গেলে মোসাদ্দেক হোসেন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
অন্যদিকে মিনহাজ গালিগালাজ করে হুমকি অব্যাহত রাখেন। সেখানে তাঁকে আবারও মারধর এবং গলাটিপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন মিনহাজ। স্থানীয় লোকজন ভুক্তভোগী শিক্ষককে সরিয়ে নিয়ে আসলে মিনহাজ প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক সৈয়দ আলী রেজা আজকের পত্রিকাকে জানান, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্তরা কেন এ হামলা করেছেন এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। বিষয়টি জঙ্গিবাদী ও মৌলবাদী হামলা কি না, পুলিশ সেটা তদন্ত করে দেখবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক গতকাল রাতে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রাতেই মামলার প্রধান অভিযুক্ত মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জানার পরেই ভুক্তভোগী শিক্ষককে আইনি সহায়তা দেওয়া হয়েছে। মতিহার থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। দুজনের নাম উল্লেখ করে নগরীর মতিহার থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের বিপরীত দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক।
মামলার অভিযুক্তরা হলেন—মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. মিনহাজ আবেদীন (৩৯) ও মোশারফ হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। তাদের উভয়ের বাড়ি রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায়।
মামলার এজাহার ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা। নগরীর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রধান ফটকের বিপরীতে সামনে একটি মোটরসাইকেল চড়ে মো. মিনহাজ আবেদীন ও মোসাদ্দেক হোসেন রাতুল ভুক্তভোগী শিক্ষকের গাড়ি অতিক্রম করে পথরোধ করেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ওই শিক্ষককে গাড়ির দরজা খুলতে বাধ্য করেন তারা এবং গাড়ি থেকে বের হতেই অভিযুক্ত দুজন একসঙ্গে তাকে এলোপাতাড়িভাবে মুখে এবং বুকে কিল-ঘুষি মারেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, মারধরের পর অভিযুক্তরা তাঁদের মোটরসাইকেল নিয়ে তালাইমারী রাস্তার দিকে এগোতে থাকলে গাড়ি নিয়ে তাঁদের পিছু নেন ভুক্তভোগী শিক্ষক। পরে তালাইমারী মোড়ে পৌঁছালে অভিযুক্তরা আবার ওই শিক্ষকের পথরোধ করেন। একপর্যায়ে অভিযুক্তরা মোটরসাইকেল থেকে নেমে গালি-গালাজ করে জানতে চায়, কেন তাদের পিছু নিয়েছেন তিনি। এ সময় ভুক্তভোগী শিক্ষক তাঁদের পরিচয় জানতে চান ও তাদের মোটরসাইকেলের নম্বর দেখতে গেলে মোসাদ্দেক হোসেন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
অন্যদিকে মিনহাজ গালিগালাজ করে হুমকি অব্যাহত রাখেন। সেখানে তাঁকে আবারও মারধর এবং গলাটিপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন মিনহাজ। স্থানীয় লোকজন ভুক্তভোগী শিক্ষককে সরিয়ে নিয়ে আসলে মিনহাজ প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক সৈয়দ আলী রেজা আজকের পত্রিকাকে জানান, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্তরা কেন এ হামলা করেছেন এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। বিষয়টি জঙ্গিবাদী ও মৌলবাদী হামলা কি না, পুলিশ সেটা তদন্ত করে দেখবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক গতকাল রাতে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রাতেই মামলার প্রধান অভিযুক্ত মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জানার পরেই ভুক্তভোগী শিক্ষককে আইনি সহায়তা দেওয়া হয়েছে। মতিহার থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫