প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে এবার মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ জুন) দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২০ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শিশুটির করোনা পজিটিভ হয়। শিশুর নাম আফরিন রহমান। তাঁর বাবার নাম আরিফুর রহমান। তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। আরিফুর রহমানও বর্তমানে করোনা পজিটিভ অবস্থায় আছেন।
হাসপাতালে শিশুটির সঙ্গে আছেন তার মা মাহাবুবা খাতুন। তিনি জানান, গত রোববার নগরীর রেলগেট এলাকায় আফরিনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর বাসায় ছিলেন। শিশুর বাবা আরিফুরও বাসায় আইসোলেশনে আছেন।
মাহবুবা জানান, করোনা পজিটিভ জানার পর লক্ষ্য করেন তাঁর মেয়ের শারীরিক সমস্যা বাড়ছে। তাই শনিবার তাঁকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে জানানো হয়, মিশন হাসপাতালে করোনার চিকিৎসা হয় না। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। পাঠিয়ে দেওয়া হয় রামেক হাসপাতালে।
তবে স্বামী এবং কন্যাশিশু করোনায় আক্রান্ত হলেও নিজের পরীক্ষা করাননি মাহাবুবা খাতুন। তিনি বলেন, ‘স্বামী আর বুকের সন্তান আক্রান্ত। তাই ধরেই নিয়েছি আমিও আক্রান্ত। তবে আমার কোনো শারীরিক সমস্যা নেই।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চান।
মাহাবুবা জানান, হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাও তাঁর ভয় হচ্ছে। পরীক্ষার জন্য রক্ত দেওয়ায় বাচ্চাটা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘুমাচ্ছে। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে।
রাজশাহীতে এত কম বয়সী শিশুর করোনা আক্রান্তের খবর এবারই প্রথম পাওয়া গেল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। তাই বড়দের ওয়ার্ডেই বাচ্চাটাকে রাখা হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ এবং কোভিডের চিকিৎসকদের সমন্বয়ে গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী: রাজশাহীতে এবার মাত্র ৪৫ দিন বয়সী এক কন্যাশিশুর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। শনিবার (২৬ জুন) দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২০ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শিশুটির করোনা পজিটিভ হয়। শিশুর নাম আফরিন রহমান। তাঁর বাবার নাম আরিফুর রহমান। তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা। আরিফুর রহমানও বর্তমানে করোনা পজিটিভ অবস্থায় আছেন।
হাসপাতালে শিশুটির সঙ্গে আছেন তার মা মাহাবুবা খাতুন। তিনি জানান, গত রোববার নগরীর রেলগেট এলাকায় আফরিনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে রিপোর্ট আসে পজিটিভ। তারপর বাসায় ছিলেন। শিশুর বাবা আরিফুরও বাসায় আইসোলেশনে আছেন।
মাহবুবা জানান, করোনা পজিটিভ জানার পর লক্ষ্য করেন তাঁর মেয়ের শারীরিক সমস্যা বাড়ছে। তাই শনিবার তাঁকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে জানানো হয়, মিশন হাসপাতালে করোনার চিকিৎসা হয় না। এরপর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। পাঠিয়ে দেওয়া হয় রামেক হাসপাতালে।
তবে স্বামী এবং কন্যাশিশু করোনায় আক্রান্ত হলেও নিজের পরীক্ষা করাননি মাহাবুবা খাতুন। তিনি বলেন, ‘স্বামী আর বুকের সন্তান আক্রান্ত। তাই ধরেই নিয়েছি আমিও আক্রান্ত। তবে আমার কোনো শারীরিক সমস্যা নেই।’ তিনি মেয়ের চিকিৎসার জন্য সবার সহায়তা চান।
মাহাবুবা জানান, হাসপাতালে ভর্তি করার পর কয়েকটি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক আছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাও তাঁর ভয় হচ্ছে। পরীক্ষার জন্য রক্ত দেওয়ায় বাচ্চাটা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে ঘুমাচ্ছে। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে।
রাজশাহীতে এত কম বয়সী শিশুর করোনা আক্রান্তের খবর এবারই প্রথম পাওয়া গেল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, শিশুদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। তাই বড়দের ওয়ার্ডেই বাচ্চাটাকে রাখা হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ এবং কোভিডের চিকিৎসকদের সমন্বয়ে গুরুত্ব সহকারে শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫