বগুড়া প্রতিনিধি
প্রায় দেড় যুগ পর দাবি আদায়ে রাজপথে নামলেন বগুড়ার বিএনপিপন্থী পেশাজীবীরা। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের দাবিতে তাঁরা রাজপথে জড়ো হয়ে প্রতিবাদ জানান।
আজ রোববার বিকেলে শহরের সাত মাথায় মানববন্ধন করে তাঁরা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জেলার উন্নয়ন এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তাঁরা।
বিসিবি কর্তৃক শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রীড়ানুরাগী বগুড়াবাসী ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে। চিকিৎসক সি এম ইদরিসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। চিকিৎসক এ এইচ এম মুশিহুর রহমান, ড্যাবের সাবেক সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. মইনুল হাসান সাদিক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সেক্রেটারি সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিসিবির সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি এম আর সিদ্দিক লেমন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বগুড়ার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে। রাজনৈতিক প্রতিহিংসায় এই সরকার বগুড়াবাসীকে উন্নয়ন বঞ্চিত করেছে। এ প্রতিহিংসার বড় উদাহরণ শহীদ চান্দু স্টেডিয়াম। ২০০৪ সালে আইসিসির যুব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে এই স্টেডিয়াম সারা দুনিয়ায় বগুড়াকে পরিচিতি এনে দিয়েছে। সেই স্টেডিয়াম এখন গোচারণ ভূমিতে পরিণত করেছে।
২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দেড় যুগ এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে দেয়নি। ফলে আইসিসি তাদের অনুমোদন বাতিল করেছে। অবশেষে বিসিবি সম্প্রতি তাদের সব জনবল এবং মালামাল বগুড়া থেকে প্রত্যাহারের মাধ্যমে শহীদ চান্দু স্টেডিয়াম ধ্বংসে চূড়ান্ত আঘাত করেছে। তারা শুধু স্টেডিয়াম ধ্বংস করেনি। মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ চান্দুকেও অপমানিত করেছে বলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বছরের পর বছর সরকারের অবহেলা, অবজ্ঞা মুখ বুজে সহ্য করলেও আর নয়। বগুড়ার মানুষ আর চুপ থাকবে না। অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক মান এবং ভেন্যু পুনর্বহাল করা না হলে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। এ লক্ষ্যে ৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সভা আহ্বান করা হয়েছে। সেই সভা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করে শহীদ চান্দু স্টেডিয়ামের হারানো গৌরব পুনর্বহাল এবং বগুড়ার উন্নয়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রায় দেড় যুগ পর দাবি আদায়ে রাজপথে নামলেন বগুড়ার বিএনপিপন্থী পেশাজীবীরা। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের দাবিতে তাঁরা রাজপথে জড়ো হয়ে প্রতিবাদ জানান।
আজ রোববার বিকেলে শহরের সাত মাথায় মানববন্ধন করে তাঁরা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জেলার উন্নয়ন এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন তাঁরা।
বিসিবি কর্তৃক শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রীড়ানুরাগী বগুড়াবাসী ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে। চিকিৎসক সি এম ইদরিসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। চিকিৎসক এ এইচ এম মুশিহুর রহমান, ড্যাবের সাবেক সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. মইনুল হাসান সাদিক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সেক্রেটারি সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিসিবির সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি এম আর সিদ্দিক লেমন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বগুড়ার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে। রাজনৈতিক প্রতিহিংসায় এই সরকার বগুড়াবাসীকে উন্নয়ন বঞ্চিত করেছে। এ প্রতিহিংসার বড় উদাহরণ শহীদ চান্দু স্টেডিয়াম। ২০০৪ সালে আইসিসির যুব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে এই স্টেডিয়াম সারা দুনিয়ায় বগুড়াকে পরিচিতি এনে দিয়েছে। সেই স্টেডিয়াম এখন গোচারণ ভূমিতে পরিণত করেছে।
২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দেড় যুগ এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে দেয়নি। ফলে আইসিসি তাদের অনুমোদন বাতিল করেছে। অবশেষে বিসিবি সম্প্রতি তাদের সব জনবল এবং মালামাল বগুড়া থেকে প্রত্যাহারের মাধ্যমে শহীদ চান্দু স্টেডিয়াম ধ্বংসে চূড়ান্ত আঘাত করেছে। তারা শুধু স্টেডিয়াম ধ্বংস করেনি। মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ চান্দুকেও অপমানিত করেছে বলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বছরের পর বছর সরকারের অবহেলা, অবজ্ঞা মুখ বুজে সহ্য করলেও আর নয়। বগুড়ার মানুষ আর চুপ থাকবে না। অবিলম্বে শহীদ চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক মান এবং ভেন্যু পুনর্বহাল করা না হলে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। এ লক্ষ্যে ৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সভা আহ্বান করা হয়েছে। সেই সভা থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করে শহীদ চান্দু স্টেডিয়ামের হারানো গৌরব পুনর্বহাল এবং বগুড়ার উন্নয়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে