নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘সমকালীন রাজনীতি: আমাদের করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী না হওয়ারও কোনো কারণ নেই। আওয়ামী লীগ বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, রাজশাহীর উন্নয়নও অব্যাহত থাকবে।
সভায় গত ২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত করায় আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন।
মেয়র লিটন বলেন, ১৯৭৫ সালের পর প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশ্বনেতারাও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করেন।
মেয়র বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে খুন, নির্যাতন, অত্যাচার, জঙ্গিবাদের উত্থানসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিএনপি কখনো বলেনি যে তারা ক্ষমতায় আসলে এসব কিছু করবে না। কারণ, তারা সত্যিকারের অর্থে এসবের সঙ্গে জড়িত ছিল। বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না।
খায়রুজ্জামান লিটন বলেন, লন্ডন থেকে তারেক জিয়া বার্তা পাঠাবে, আর তার কথামতো বাংলাদেশে বিএনপি সরকার গঠন হবে, এটি কোনো রাজনীতি না। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে, এরপর লুণ্ঠন করবে, তাদের সেই সুযোগ কখনো দেওয়া হবে না। বিএনপি কখনো বাংলাদেশের ভালো চায় না। তারা মানুষের কল্যাণ চায় না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা দল বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, তবিবুর রহমান শেখ প্রমুখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘সমকালীন রাজনীতি: আমাদের করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী না হওয়ারও কোনো কারণ নেই। আওয়ামী লীগ বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, রাজশাহীর উন্নয়নও অব্যাহত থাকবে।
সভায় গত ২১ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত করায় আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লিটন।
মেয়র লিটন বলেন, ১৯৭৫ সালের পর প্রথমবার ক্ষমতায় এসে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিশ্বনেতারাও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করেন।
মেয়র বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে খুন, নির্যাতন, অত্যাচার, জঙ্গিবাদের উত্থানসহ অসংখ্য ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিএনপি কখনো বলেনি যে তারা ক্ষমতায় আসলে এসব কিছু করবে না। কারণ, তারা সত্যিকারের অর্থে এসবের সঙ্গে জড়িত ছিল। বিএনপির দুঃশাসন ভুলে গেলে চলবে না।
খায়রুজ্জামান লিটন বলেন, লন্ডন থেকে তারেক জিয়া বার্তা পাঠাবে, আর তার কথামতো বাংলাদেশে বিএনপি সরকার গঠন হবে, এটি কোনো রাজনীতি না। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসবে, এরপর লুণ্ঠন করবে, তাদের সেই সুযোগ কখনো দেওয়া হবে না। বিএনপি কখনো বাংলাদেশের ভালো চায় না। তারা মানুষের কল্যাণ চায় না। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা দল বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, তবিবুর রহমান শেখ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে