নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষায় পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে আছে রাজশাহীর মেয়েরা।
সেই সঙ্গে এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরাই। ২০২০ সাল থেকেই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পাচ্ছে।
আজ বুধবার দুপুরে শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে অটোপাস শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৮ জন। আর ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এই বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলার ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ৩১টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ রকম কোনো কলেজ ছিল না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। যে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি তার কারণ খোঁজা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষায় পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে আছে রাজশাহীর মেয়েরা।
সেই সঙ্গে এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরাই। ২০২০ সাল থেকেই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পাচ্ছে।
আজ বুধবার দুপুরে শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে অটোপাস শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৮ জন। আর ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এই বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলার ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ৩১টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ রকম কোনো কলেজ ছিল না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। যে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি তার কারণ খোঁজা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে