রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দোকানঘর দুটি ভাঙা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিকাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দিয়ে নতুন করে দোকানপাট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে দোকান নির্মাণের কাজ চলছে। এর মধ্যে শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বরে দোকান নির্মাণের কাজ পান ঠিকাদার রাশিদুর রহমান লুলু। গতকাল বুধবার রাতে নির্মাণাধীন দুটি দোকানঘরে ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রাশিদুর রহমান লুলু।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, ‘বুধবার রাতে কে বা কারা নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে। এ কারণে দোকানের নির্মাণকাজ বন্ধ রয়েছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
দোকান নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, ‘ঠিকাদার আমাকে বিষয়টি জানানোর পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানপাট নির্মাণের বিষয়টির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান। তিনি বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দোকানঘর দুটি ভাঙা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিকাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দিয়ে নতুন করে দোকানপাট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে দোকান নির্মাণের কাজ চলছে। এর মধ্যে শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বরে দোকান নির্মাণের কাজ পান ঠিকাদার রাশিদুর রহমান লুলু। গতকাল বুধবার রাতে নির্মাণাধীন দুটি দোকানঘরে ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রাশিদুর রহমান লুলু।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, ‘বুধবার রাতে কে বা কারা নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে। এ কারণে দোকানের নির্মাণকাজ বন্ধ রয়েছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
দোকান নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, ‘ঠিকাদার আমাকে বিষয়টি জানানোর পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানপাট নির্মাণের বিষয়টির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান। তিনি বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫