নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ রোববার সকালে রাজশাহী নগরীর ভদ্রায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা মিনু বলেন, ‘আমি উনসত্তরের গণ-অভ্যুত্থান দেখেছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থান দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণ-অভ্যুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছে। ভেতরে-ভেতরে একটা বিরাট গণ-অভ্যুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।’
শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে মিনু বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের এই সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীতে আমি সর্বস্তরের মানুষকে এই অসহযোগ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’
ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রকৃত মৃতের সংখ্যা লুকানো হয়েছে বলে অভিযোগ করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘আন্দোলনে ৩২ শিশুসহ হাজারখানেক মানুষ মারা গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে দুই শর কম। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৬৭টি অজ্ঞাতপরিচয় লাশ কবর দেওয়া হয়েছে। মহানগর কবরস্থানে আরও ৪৮টি বেওয়ারিশ লাশের দাফন হয়েছে। দুই দিনে এত লাশ এল কোথা থেকে? তার মানে মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে। শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের লাশ যেভাবে গুম করা হয়েছিল, ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের লাশ গুম করা হয়েছে।’
রাজশাহীতে পুলিশ ধরপাকড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন দলের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি পুলিশ ১৬টি মামলা করেছে। ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতা-কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না।’
এসব দমন-পীড়ন বাদ দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মিজানুর রহমান মিনু। এর মাধ্যমেই দেশের সব সংকটময় পরিস্থিতি কেটে যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ রোববার সকালে রাজশাহী নগরীর ভদ্রায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা মিনু বলেন, ‘আমি উনসত্তরের গণ-অভ্যুত্থান দেখেছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থান দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণ-অভ্যুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছে। ভেতরে-ভেতরে একটা বিরাট গণ-অভ্যুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।’
শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে মিনু বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের এই সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীতে আমি সর্বস্তরের মানুষকে এই অসহযোগ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’
ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রকৃত মৃতের সংখ্যা লুকানো হয়েছে বলে অভিযোগ করেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘আন্দোলনে ৩২ শিশুসহ হাজারখানেক মানুষ মারা গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে দুই শর কম। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৬৭টি অজ্ঞাতপরিচয় লাশ কবর দেওয়া হয়েছে। মহানগর কবরস্থানে আরও ৪৮টি বেওয়ারিশ লাশের দাফন হয়েছে। দুই দিনে এত লাশ এল কোথা থেকে? তার মানে মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে। শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের লাশ যেভাবে গুম করা হয়েছিল, ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের লাশ গুম করা হয়েছে।’
রাজশাহীতে পুলিশ ধরপাকড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন দলের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি পুলিশ ১৬টি মামলা করেছে। ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতা-কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না।’
এসব দমন-পীড়ন বাদ দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান মিজানুর রহমান মিনু। এর মাধ্যমেই দেশের সব সংকটময় পরিস্থিতি কেটে যাবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে