নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নেতা–কর্মীদের বিভ্রান্ত করার অভিযোগে গত বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী এন্তাজুল হক বাবু ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশের প্রতিবাদে আজ শনিবার তাঁরা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেছেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মেহনতি মানুষের পক্ষে থাকার আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে ওয়ার্কার্স পার্টি। সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় আইনজীবী আবু রায়হান মাসুদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আবু রায়হান মাসুদও ওয়ার্কার্স পার্টির ছাত্রসংগঠন ছাত্রমৈত্রীর নেতা ছিলেন। দল ছেড়ে তিনি এখন আওয়ামী লীগ করেন।
সংবাদ সম্মেলনে আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ‘২০০৯ সালে ১৪ দল ক্ষমতায় আসে। তারপর থেকে ওয়ার্কার্স পার্টি আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছে। বাম সংগঠনগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে গেছে। যার ফলে বাম সংগঠনগুলোর তেমন কোনো তৎপরতা দেখতে পাওয়া যায় না। গত ৯ মার্চ আমাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কার করতে গেলে কিছু নিয়ম আছে। নিয়ম বলতে শোকজ করতে হয়। এগুলো কিছু হয়নি। কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে মহানগর কমিটি বহিষ্কার করতে পারে না। তারা কীভাবে এটা করল এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির তদন্ত করা উচিত।’
এন্তাজুল হক বাবু আরও বলেন, ‘বহিষ্কারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সিটি নির্বাচনে আমি নাকি ১৪ দলের প্রার্থীর বিরুদ্ধে থেকেছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ রকম হলে তখনই আমাকে বহিষ্কার করতে পারত। চার বছর পর এসব কথা বলা ভিত্তিহীন। আমি নাকি সম্প্রতি অনুষ্ঠিত আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বিরোধিতা করেছি। এটাও ভিত্তিহীন। এর যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি ওকালতি ছেড়ে দেব। আকবর আলীকে ভূমিদস্যু বলা হয়েছে। এটাও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, ওয়ার্কার্স পার্টি সব সময় মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বললেও দলের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর আমেরিকার নাগরিকত্ব আছে। এটি নেতা–কর্মীরা কীভাবে দেখেন? জবাবে এন্তাজুল হক বাবু বলেন, ‘আমরা এই ব্যাপারটা দলীয় ফোরামে অনেকবার বলেছি। দ্বৈত নাগরিকত্ব যার আছে, তিনি পার্টির সাধারণ সম্পাদক থাকতে পারেন না। তিনি আমেরিকার নাগরিকত্ব টিকিয়ে রাখতে নির্দিষ্ট সময় গিয়ে সেখানে থাকেন। তাঁর রাজনৈতিক চেতনা নেই। উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই একটা ব্যক্তির কারণে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি পার্টিকে আদর্শচ্যুত করতে বড় ভূমিকা রাখছেন।’
পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে উদ্দেশ্য করে বাবু বলেন, ‘আপনি যদি পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর কথামতো চলেন, তাহলে পার্টি ধ্বংস হয়ে যাবে। এদের সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে তা যদি আপনি শোনেন, তাহলে তাদেরও বহিষ্কার করবেন।’
বহিষ্কৃত নেতা আকবর আলী বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আমাদের বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক ছাত্রমৈত্রী নেতা আবু রায়হান মাসুদও। তিনি বলেন, ‘ফজলে হোসেন বাদশা একবার হাতুড়ি প্রতীকে নির্বাচনে দাঁড়িয়ে ৩ হাজার ৬০০ ভোট পেয়েছিলেন। সুতরাং রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির ভোটের সংখ্যা ৩ হাজার ৬০০। ১৪ দলে এসে আওয়ামী লীগের ভোটে তিনি এমপি হয়েছেন। তিনি ১৪ দল ছাড়া ভোটে জিততে পারবেন না। বাম রাজনীতি থেকে আসা আমরা নেতৃবৃন্দ গত ৯ মার্চ রাজশাহীতে একটি মিটিং করেছিলাম। সেখানে ১৪ দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলাম। সে কারণেই এন্তাজুল হক বাবু ও আকবরকে বহিষ্কার করা হয়েছে। এটা অন্যায়।’
মাসুদ বলেন, ‘ইতিমধ্যে ২০০ নেতা ফজলে হোসেন বাদশার পাশ থেকে সরে গেছে। আমাদের দাবি, ফজলে হোসেন বাদশাকে আমাদের কাছে অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টিকে সবকিছুর তদন্ত করতে হবে। যদি তিনি ক্ষমা না চান এবং তদন্ত না হয় তাহলে পার্টির সবাই পদত্যাগ করবে। আমরা কিন্তু ফজলে হোসেন বাদশার অনেক তথ্য জানি জানি। সেগুলো নিয়ে তখন গণ-আন্দোলন শুরু করব।’
ওয়ার্কার্স পার্টি আদর্শচ্যুত হয়ে গেছে, এন্তাজুল হক বাবুর এমন অভিযোগ প্রসঙ্গে দলটির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু বলেন, ‘পার্টি আদর্শচ্যুত হয়নি। সে নিজেই আদর্শচ্যুত হয়েছে। ছয় মাস আগে থেকে বলে বেড়াচ্ছে সে পার্টি করবে না। পার্টি করবে না তো পদত্যাগ করবে। তা না করে দলের ভেতর বিভ্রান্তির সৃষ্টি করেছে। ওয়ার্কার্স পার্টি ছেড়ে অন্য ফোরামে বক্তৃতা করেছে। এখন বহিষ্কার করার কারণে পাগলের প্রলাপ বকছে।’
নেতা–কর্মীদের বিভ্রান্ত করার অভিযোগে গত বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী এন্তাজুল হক বাবু ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশের প্রতিবাদে আজ শনিবার তাঁরা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেছেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মেহনতি মানুষের পক্ষে থাকার আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে ওয়ার্কার্স পার্টি। সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় আইনজীবী আবু রায়হান মাসুদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আবু রায়হান মাসুদও ওয়ার্কার্স পার্টির ছাত্রসংগঠন ছাত্রমৈত্রীর নেতা ছিলেন। দল ছেড়ে তিনি এখন আওয়ামী লীগ করেন।
সংবাদ সম্মেলনে আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ‘২০০৯ সালে ১৪ দল ক্ষমতায় আসে। তারপর থেকে ওয়ার্কার্স পার্টি আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছে। বাম সংগঠনগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে গেছে। যার ফলে বাম সংগঠনগুলোর তেমন কোনো তৎপরতা দেখতে পাওয়া যায় না। গত ৯ মার্চ আমাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কার করতে গেলে কিছু নিয়ম আছে। নিয়ম বলতে শোকজ করতে হয়। এগুলো কিছু হয়নি। কেন্দ্রীয় কমিটির কোনো সদস্যকে মহানগর কমিটি বহিষ্কার করতে পারে না। তারা কীভাবে এটা করল এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির তদন্ত করা উচিত।’
এন্তাজুল হক বাবু আরও বলেন, ‘বহিষ্কারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত সিটি নির্বাচনে আমি নাকি ১৪ দলের প্রার্থীর বিরুদ্ধে থেকেছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ রকম হলে তখনই আমাকে বহিষ্কার করতে পারত। চার বছর পর এসব কথা বলা ভিত্তিহীন। আমি নাকি সম্প্রতি অনুষ্ঠিত আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বিরোধিতা করেছি। এটাও ভিত্তিহীন। এর যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি ওকালতি ছেড়ে দেব। আকবর আলীকে ভূমিদস্যু বলা হয়েছে। এটাও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, ওয়ার্কার্স পার্টি সব সময় মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বললেও দলের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর আমেরিকার নাগরিকত্ব আছে। এটি নেতা–কর্মীরা কীভাবে দেখেন? জবাবে এন্তাজুল হক বাবু বলেন, ‘আমরা এই ব্যাপারটা দলীয় ফোরামে অনেকবার বলেছি। দ্বৈত নাগরিকত্ব যার আছে, তিনি পার্টির সাধারণ সম্পাদক থাকতে পারেন না। তিনি আমেরিকার নাগরিকত্ব টিকিয়ে রাখতে নির্দিষ্ট সময় গিয়ে সেখানে থাকেন। তাঁর রাজনৈতিক চেতনা নেই। উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই একটা ব্যক্তির কারণে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি পার্টিকে আদর্শচ্যুত করতে বড় ভূমিকা রাখছেন।’
পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে উদ্দেশ্য করে বাবু বলেন, ‘আপনি যদি পার্টির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর কথামতো চলেন, তাহলে পার্টি ধ্বংস হয়ে যাবে। এদের সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে তা যদি আপনি শোনেন, তাহলে তাদেরও বহিষ্কার করবেন।’
বহিষ্কৃত নেতা আকবর আলী বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আমাদের বহিষ্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে কথা বলেন সাবেক ছাত্রমৈত্রী নেতা আবু রায়হান মাসুদও। তিনি বলেন, ‘ফজলে হোসেন বাদশা একবার হাতুড়ি প্রতীকে নির্বাচনে দাঁড়িয়ে ৩ হাজার ৬০০ ভোট পেয়েছিলেন। সুতরাং রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির ভোটের সংখ্যা ৩ হাজার ৬০০। ১৪ দলে এসে আওয়ামী লীগের ভোটে তিনি এমপি হয়েছেন। তিনি ১৪ দল ছাড়া ভোটে জিততে পারবেন না। বাম রাজনীতি থেকে আসা আমরা নেতৃবৃন্দ গত ৯ মার্চ রাজশাহীতে একটি মিটিং করেছিলাম। সেখানে ১৪ দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলাম। সে কারণেই এন্তাজুল হক বাবু ও আকবরকে বহিষ্কার করা হয়েছে। এটা অন্যায়।’
মাসুদ বলেন, ‘ইতিমধ্যে ২০০ নেতা ফজলে হোসেন বাদশার পাশ থেকে সরে গেছে। আমাদের দাবি, ফজলে হোসেন বাদশাকে আমাদের কাছে অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টিকে সবকিছুর তদন্ত করতে হবে। যদি তিনি ক্ষমা না চান এবং তদন্ত না হয় তাহলে পার্টির সবাই পদত্যাগ করবে। আমরা কিন্তু ফজলে হোসেন বাদশার অনেক তথ্য জানি জানি। সেগুলো নিয়ে তখন গণ-আন্দোলন শুরু করব।’
ওয়ার্কার্স পার্টি আদর্শচ্যুত হয়ে গেছে, এন্তাজুল হক বাবুর এমন অভিযোগ প্রসঙ্গে দলটির রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু বলেন, ‘পার্টি আদর্শচ্যুত হয়নি। সে নিজেই আদর্শচ্যুত হয়েছে। ছয় মাস আগে থেকে বলে বেড়াচ্ছে সে পার্টি করবে না। পার্টি করবে না তো পদত্যাগ করবে। তা না করে দলের ভেতর বিভ্রান্তির সৃষ্টি করেছে। ওয়ার্কার্স পার্টি ছেড়ে অন্য ফোরামে বক্তৃতা করেছে। এখন বহিষ্কার করার কারণে পাগলের প্রলাপ বকছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫