রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যানটিনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের ক্যানটিনে তালা দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তাঁরা। এ সময় খাদ্যের বর্ধিত মূল্য কমানোর দাবি জানানো হয়। পরে হল প্রাধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যানটিনের তালা খুলে দেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হল প্রশাসন, ছাত্রলীগ ও ক্যানটিন মালিক আলোচনা করে খাবারের দাম বৃদ্ধি করেছে। খাবারের মূল্য বৃদ্ধির তালিকায় হল কর্তৃপক্ষের স্বাক্ষরও রয়েছে। তবে দাম বৃদ্ধির ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, খাবারের দাম বাড়িয়েছিলেন ক্যানটিন মালিক খোকন। তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্যানটিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানানো হয়েছিল। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিচ্ছিলেন ক্যানটিন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান খারাপ বলে অভিযোগ শিক্ষার্থীদের। খাবারের মান ভালো করার কথা জানালে ক্যানটিন মালিক খাবারের মান বৃদ্ধিতেও কোনো নজর দেননি। এরপর আজ আবার দাম বৃদ্ধি করে নতুন মূল্যতালিকা প্রদর্শন করা হয়।
এ বিষয়ে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শেখ মোহাম্মাদ মোজাম্মেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যানটিন মালিককে একাধিকবার বুঝিয়েছি কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। আমরা এটাও বলেছি যে অন্য ক্যানটিন নির্দিষ্ট দামে পারলে আপনি পারবেন না কেন? কিন্তু আমাদের কাছ থেকে দাম বেশি করেই রাখেন। ফলে আমরা এখানে দাঁড়িয়েছি।’
এদিকে নতুন বর্ধিত মূল্য তালিকার বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন আজকের পত্রিকাকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা খাবারের একটা মূল্য দিয়েছে এবং জানিয়েছে এই রেটে খাবার পরিবেশন করলে আমরা খেতে পারব। আমি সেটা নিয়ে ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই তালিকায় ক্যানটিন চালাতে পারবেন না, তখন আমি বলেছি তাহলে আমার পক্ষেও আর আপনাকে রাখা সম্ভব না।
মূল্যতালিকায় হল প্রশাসনের স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, ‘আমাকে হল সুপার কল দিয়ে বলেছিলেন যে খাদ্যের নতুন মূল্যতালিকা দিয়েছে। আমি জানিয়ে দিয়েছি বাকি হলের খাবারের দামের সঙ্গে সমন্বয় করে যেন স্বাক্ষর করে।’
তবে ক্যানটিন মালিক খোকন বলেন, ‘হল প্রশাসনের অনুমতি নিয়েই খাবারের দাম বাড়িয়েছিলাম। কিন্তু আজ ছাত্ররা নতুন করে মূল্যতালিকা দিয়েছে। কিন্তু সেই দামে খাবার পরিবেশন করা সম্ভব না। তাই হল প্রশাসন আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কাছে আমার বেশ কিছু বাকি আছে। এভাবে হঠাৎ করে আমাকে বাদ দিলে আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যানটিনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের ক্যানটিনে তালা দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তাঁরা। এ সময় খাদ্যের বর্ধিত মূল্য কমানোর দাবি জানানো হয়। পরে হল প্রাধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যানটিনের তালা খুলে দেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হল প্রশাসন, ছাত্রলীগ ও ক্যানটিন মালিক আলোচনা করে খাবারের দাম বৃদ্ধি করেছে। খাবারের মূল্য বৃদ্ধির তালিকায় হল কর্তৃপক্ষের স্বাক্ষরও রয়েছে। তবে দাম বৃদ্ধির ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, খাবারের দাম বাড়িয়েছিলেন ক্যানটিন মালিক খোকন। তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্যানটিন মালিককে খাবারের দাম কমানোর দাবি জানানো হয়েছিল। তবে শিক্ষার্থীদের কথায় কর্ণপাত না করে খাবারের দাম বেশি নিচ্ছিলেন ক্যানটিন মালিক। খাবারের দাম বেশি নিলেও খাবারের মান খারাপ বলে অভিযোগ শিক্ষার্থীদের। খাবারের মান ভালো করার কথা জানালে ক্যানটিন মালিক খাবারের মান বৃদ্ধিতেও কোনো নজর দেননি। এরপর আজ আবার দাম বৃদ্ধি করে নতুন মূল্যতালিকা প্রদর্শন করা হয়।
এ বিষয়ে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শেখ মোহাম্মাদ মোজাম্মেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যানটিন মালিককে একাধিকবার বুঝিয়েছি কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। আমরা এটাও বলেছি যে অন্য ক্যানটিন নির্দিষ্ট দামে পারলে আপনি পারবেন না কেন? কিন্তু আমাদের কাছ থেকে দাম বেশি করেই রাখেন। ফলে আমরা এখানে দাঁড়িয়েছি।’
এদিকে নতুন বর্ধিত মূল্য তালিকার বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন আজকের পত্রিকাকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা খাবারের একটা মূল্য দিয়েছে এবং জানিয়েছে এই রেটে খাবার পরিবেশন করলে আমরা খেতে পারব। আমি সেটা নিয়ে ক্যানটিন মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই তালিকায় ক্যানটিন চালাতে পারবেন না, তখন আমি বলেছি তাহলে আমার পক্ষেও আর আপনাকে রাখা সম্ভব না।
মূল্যতালিকায় হল প্রশাসনের স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, ‘আমাকে হল সুপার কল দিয়ে বলেছিলেন যে খাদ্যের নতুন মূল্যতালিকা দিয়েছে। আমি জানিয়ে দিয়েছি বাকি হলের খাবারের দামের সঙ্গে সমন্বয় করে যেন স্বাক্ষর করে।’
তবে ক্যানটিন মালিক খোকন বলেন, ‘হল প্রশাসনের অনুমতি নিয়েই খাবারের দাম বাড়িয়েছিলাম। কিন্তু আজ ছাত্ররা নতুন করে মূল্যতালিকা দিয়েছে। কিন্তু সেই দামে খাবার পরিবেশন করা সম্ভব না। তাই হল প্রশাসন আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কাছে আমার বেশ কিছু বাকি আছে। এভাবে হঠাৎ করে আমাকে বাদ দিলে আমি আর্থিক ক্ষতির সম্মুখীন হব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫