Ajker Patrika

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রতিনিধি, রাজবাড়ী
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৩৮) ও সাউথ স্টেট ১১১ এলাকার মৃত খালেক শেখের ছেলে রাকিব উদ্দিন (৪০)। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গতকাল রাত ১২টার দিকে ওই দুই যুবক কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় কলেজ মোড় এলাকায় আসলে অজ্ঞাত এক গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত