প্রতিনিধি, রাজবাড়ী
বর্ষায় উজান থেকে আসা ঢলে ফুলেফেঁপে উঠেছে পদ্মা। নদীর উত্তাল ঢেউ আছড়ে পড়ছে পদ্মার পাড়ে। মাঝনদীর জলরাশিতে খেলা করছে ছোট ছোট ঢেউ। এই পদ্মা নদী ঘিরেই রাজবাড়ীর মানুষের আবেগ, অনুরাগ, বিনোদন আর ভালোবাসার টান। এ জেলার মানুষের জন্য বিনোদন কেন্দ্র না থাকায় পদ্মা নদীর পাড়ই বিনোদনের একমাত্র স্থান। ফলে ঈদের দিন থেকেই ভিড় লেগে ছিল সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দায় গড়ে ওঠা গল্পগৃহ রিসোর্ট কেন্দ্রে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, কয়েক শ মানুষের ভিড় রয়েছে। বন্ধু-বান্ধবের সঙ্গে ছবি তোলা ও নৌকায় ঘুরে বেড়ানো নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ মানছেন না। কারও মুখে মাস্ক আছে, আবার কারও মুখে নেই।
করোনার ভয় উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও মানুষ তাঁদের প্রিয়জনদের নিয়ে একটু প্রশান্তির জন্য আসছে সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দায় গড়ে ওঠা গল্পগৃহ রিসোর্ট কেন্দ্রে। ভ্রমণপ্রেমী মানুষের জন্য বসানো হয়েছে ডিজিটাল নৌকা, নাগোর দোলা, চরকিসহ বিভিন্ন আনন্দদায়ক রাইটস। এ ছাড়া ফুচকা, চটপটিসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানও রয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বেড়াচ্ছেন তাঁরা। তবে এই সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের নজরদারি দেখা যায়নি।
ঘুরতে আসা আরাফাত হোসেন নামের একজন জানান, রাজবাড়ীতে বিনোদনের তেমন কোনো স্থান না থাকায় গোদার বাজার ও উড়াকান্দার নদীর পাড়ের রিসোর্টে তাঁরা এসেছেন।
রবিউল ইসলাম নামের আরেকজন বলেন, ‘চাকরি করার সুবাদে বাইরেই থাকতে হয়। পরিবার নিয়ে ঘোরা আর হয় না। ঈদের ছুটিতে বাড়িতে এসে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছি। পদ্মার পাড়ে এসে খুবই ভালো লাগছে। মুখের মাস্ক খুলে নির্মল বাতাসে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি। তবে এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।’
সহকারী কমিশনার সাইফুল হুদা বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বর্ষায় উজান থেকে আসা ঢলে ফুলেফেঁপে উঠেছে পদ্মা। নদীর উত্তাল ঢেউ আছড়ে পড়ছে পদ্মার পাড়ে। মাঝনদীর জলরাশিতে খেলা করছে ছোট ছোট ঢেউ। এই পদ্মা নদী ঘিরেই রাজবাড়ীর মানুষের আবেগ, অনুরাগ, বিনোদন আর ভালোবাসার টান। এ জেলার মানুষের জন্য বিনোদন কেন্দ্র না থাকায় পদ্মা নদীর পাড়ই বিনোদনের একমাত্র স্থান। ফলে ঈদের দিন থেকেই ভিড় লেগে ছিল সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দায় গড়ে ওঠা গল্পগৃহ রিসোর্ট কেন্দ্রে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, কয়েক শ মানুষের ভিড় রয়েছে। বন্ধু-বান্ধবের সঙ্গে ছবি তোলা ও নৌকায় ঘুরে বেড়ানো নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ মানছেন না। কারও মুখে মাস্ক আছে, আবার কারও মুখে নেই।
করোনার ভয় উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও মানুষ তাঁদের প্রিয়জনদের নিয়ে একটু প্রশান্তির জন্য আসছে সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দায় গড়ে ওঠা গল্পগৃহ রিসোর্ট কেন্দ্রে। ভ্রমণপ্রেমী মানুষের জন্য বসানো হয়েছে ডিজিটাল নৌকা, নাগোর দোলা, চরকিসহ বিভিন্ন আনন্দদায়ক রাইটস। এ ছাড়া ফুচকা, চটপটিসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানও রয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই বেড়াচ্ছেন তাঁরা। তবে এই সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের নজরদারি দেখা যায়নি।
ঘুরতে আসা আরাফাত হোসেন নামের একজন জানান, রাজবাড়ীতে বিনোদনের তেমন কোনো স্থান না থাকায় গোদার বাজার ও উড়াকান্দার নদীর পাড়ের রিসোর্টে তাঁরা এসেছেন।
রবিউল ইসলাম নামের আরেকজন বলেন, ‘চাকরি করার সুবাদে বাইরেই থাকতে হয়। পরিবার নিয়ে ঘোরা আর হয় না। ঈদের ছুটিতে বাড়িতে এসে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছি। পদ্মার পাড়ে এসে খুবই ভালো লাগছে। মুখের মাস্ক খুলে নির্মল বাতাসে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি। তবে এখানে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।’
সহকারী কমিশনার সাইফুল হুদা বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫