Ajker Patrika

আড়াই ঘণ্টা পর রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
আড়াই ঘণ্টা পর রাজবাড়ী জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে রাজবাড়ী, ফরিদপুরসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। টানা আড়াই ঘণ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। 

জানা গেছে, সদর উপজেলার আলীপুর ইউনিয়নে রাজবাড়ী জুট মিলে আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত। মিলের ইমারেশন প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

রাজবাড়ী জুট মিলের ব‍্যবস্থাপনা পরিচালক কাজী দিদার জানান, আগুনে মিলের মূল ১ নম্বর ইউনিটের মেশিন ও মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাননি। 

ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানায়, সকাল সোয়া ৬টার দিকে তাঁরা সংবাদ পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর মিলে মোট পাঁচটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। হতাহতের খবর এখনো মেলেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত