প্রতিনিধি
রাজবাড়ী: বাবা থেকে চার বছরের ছোট ছেলে, স্বামীর থেকে স্ত্রী ১১ বছরের বড়। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিল থাকার কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহর আলী (৭৫)।
শহর আলী, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে স্বপনের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, শহর আলীর জন্ম তারিখ ১৮ আগস্ট, ১৯৬৩; স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম তারিখ ১৭ মে,১৯৫২; আর একমাত্র ছেলে মো. স্বপনের জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৭। এ হিসেবে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।
শহর আলী জানান, বিয়ের পর ছেলে আলাদা থাকেন। পেশায় দিনমজুর। বয়সের ভারে এখন আর কাজ কর্ম করতে পারেন না। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে চলছে দুজনের সংসার। একটি ভাতার কার্ড চেয়েছিলেন চেয়ারম্যানের কাছে। কার্ড বিভাগ থেকে বলা হয়েছে, তাঁর বয়স হয়নি। জাতীয় পরিচয়পত্রে তিনি ছাড়া বাকি দুজনের বয়স ঠিকই আছে। আমি মূর্খ মানুষ। লেখাপড়া জানি না। ভালোমন্দ কিছু বুঝিও না। এটা কীভাবে ঠিক করবো তাও জানি না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহর আলীর বয়স ৬৫ বছর হয়নি। ফলে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমার পক্ষ থেকে যা করণীয় সেটা করবো।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, জন্মতারিখ সংশোধন করতে গেলে কিছু প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে বিয়ের কাবিননামা, ভাই-বোন বা আপনজনের কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। এসব মিলিয়ে দেখে যদি সত্যিই গরমিল থাকে তাহলে সংশোধন করা যেতে পারে।
রাজবাড়ী: বাবা থেকে চার বছরের ছোট ছেলে, স্বামীর থেকে স্ত্রী ১১ বছরের বড়। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিল থাকার কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহর আলী (৭৫)।
শহর আলী, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে স্বপনের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, শহর আলীর জন্ম তারিখ ১৮ আগস্ট, ১৯৬৩; স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম তারিখ ১৭ মে,১৯৫২; আর একমাত্র ছেলে মো. স্বপনের জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৭। এ হিসেবে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।
শহর আলী জানান, বিয়ের পর ছেলে আলাদা থাকেন। পেশায় দিনমজুর। বয়সের ভারে এখন আর কাজ কর্ম করতে পারেন না। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে চলছে দুজনের সংসার। একটি ভাতার কার্ড চেয়েছিলেন চেয়ারম্যানের কাছে। কার্ড বিভাগ থেকে বলা হয়েছে, তাঁর বয়স হয়নি। জাতীয় পরিচয়পত্রে তিনি ছাড়া বাকি দুজনের বয়স ঠিকই আছে। আমি মূর্খ মানুষ। লেখাপড়া জানি না। ভালোমন্দ কিছু বুঝিও না। এটা কীভাবে ঠিক করবো তাও জানি না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহর আলীর বয়স ৬৫ বছর হয়নি। ফলে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমার পক্ষ থেকে যা করণীয় সেটা করবো।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, জন্মতারিখ সংশোধন করতে গেলে কিছু প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে বিয়ের কাবিননামা, ভাই-বোন বা আপনজনের কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। এসব মিলিয়ে দেখে যদি সত্যিই গরমিল থাকে তাহলে সংশোধন করা যেতে পারে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে