Ajker Patrika

নারীসহ পাঁচজনকে আহত করার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৬: ০২
নারীসহ পাঁচজনকে আহত করার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে মাস্টারবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখা। আজ রোববার সকাল ১০টা থেকে শহীদ মুক্তিযোদ্ধা চত্বরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অ্যাড দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লায়লী নাহার, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের একটি পরিবারের সীমানাপ্রাচীর ভেঙে বাড়ির সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় তিন নারীকে নির্যাতন ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত