রাজবাড়ী প্রতিনিধি
ফেরি সংকটের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালক ও যাত্রীদের ভোগান্তি লেগেই আছে। বেশ কিছুদিন ধরে এই রুটে দীর্ঘ যানজটের কারণে ফেরিতে উঠতে প্রতিটা যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ফেরি পারাপারে দুর্ভোগের শেষ নেই চালক ও যাত্রীদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। এ ছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রয়েছে ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক। ফলে যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত।
এ বিষয়ে যাত্রী মোহাম্মদ হারুনুর রসিদ বলেন, আমি গতকাল শনিবার দিবাগত রাত একটায় দৌলতদিয়া ফেরি ঘাটে এসেছি। আজ রোববার সকাল ১০টায়ও ফেরিতে উঠতে পারিনি। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। সকাল ৯টায় আমার গাজিপুরে থাকার কথা ছিল কিন্তু এখনো ঘাটেই রয়ে গেছি।
আরেক যাত্রী ইকরামুল বলেন, আমার ভাইয়ের অপারেশন। ভাইকে দেখতে ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু রাত একটা থেকে ফেরিঘাটে আটকে রয়েছি। আমার সঙ্গে থাকা শিশুটি বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে।
বিনা রানি নামে এক নারী যাত্রী বলেন, সারা রাত বাসে বসে আছি। পুরুষেরা মাঝে মধ্যেই বাস থেকে নেমে হাঁটাহাঁটি করছে। কিন্তু আমাদের সে ব্যবস্থাও নেই। ঘাট এলাকায় নেই শৌচাগারের ভালো ব্যবস্থা। ফলে আমাদের ভোগান্তি চরমে উঠেছে।
ঘাটের দুর্ভোগ নিয়ে ট্রাক চালক হোসেন আলী বলেন, দুই দিন ধরে ঘুমাই না। গাড়িতেই বসে থাকি স্টিয়ারিং ধরে। একটু আগাই আবার বন্ধ করি। এভাবেই সারা রাতে তিন কিলোমিটার পথ পাড়ি দিছি। কখন যেন গাড়িতেই ঘুমিয়ে পড়েছি জানি না।
কামাল হোসেন নামে আরেক ট্রাক চালক বলেন, ফেরি না চলায় যাত্রীদের এই ভোগান্তি। দুই দিন ধরে আটকে আছি। সময় মত ঘুম, খাওয়া, গোসল কোনোটায় হয়নি। যেকোনো সময় অসুস্থ হয়ে পরব।
ফেরি ঘাটের সমস্যা নিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০ ফেরি রয়েছে। এর মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি ফেরিগুলো যান্ত্রিক ত্রুটির কারণে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। নতুন করে ফেরি যোগ না হলে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে না। তারপরও মানুষের ভোগান্তি কমাতে যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ফেরি সংকটের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালক ও যাত্রীদের ভোগান্তি লেগেই আছে। বেশ কিছুদিন ধরে এই রুটে দীর্ঘ যানজটের কারণে ফেরিতে উঠতে প্রতিটা যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে ফেরি পারাপারে দুর্ভোগের শেষ নেই চালক ও যাত্রীদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। এ ছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রয়েছে ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক। ফলে যাত্রীবাহী পরিবহনকে ৮ থেকে ৯ ঘণ্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত।
এ বিষয়ে যাত্রী মোহাম্মদ হারুনুর রসিদ বলেন, আমি গতকাল শনিবার দিবাগত রাত একটায় দৌলতদিয়া ফেরি ঘাটে এসেছি। আজ রোববার সকাল ১০টায়ও ফেরিতে উঠতে পারিনি। সারা রাত নির্ঘুম কাটিয়েছি। সকাল ৯টায় আমার গাজিপুরে থাকার কথা ছিল কিন্তু এখনো ঘাটেই রয়ে গেছি।
আরেক যাত্রী ইকরামুল বলেন, আমার ভাইয়ের অপারেশন। ভাইকে দেখতে ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু রাত একটা থেকে ফেরিঘাটে আটকে রয়েছি। আমার সঙ্গে থাকা শিশুটি বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে।
বিনা রানি নামে এক নারী যাত্রী বলেন, সারা রাত বাসে বসে আছি। পুরুষেরা মাঝে মধ্যেই বাস থেকে নেমে হাঁটাহাঁটি করছে। কিন্তু আমাদের সে ব্যবস্থাও নেই। ঘাট এলাকায় নেই শৌচাগারের ভালো ব্যবস্থা। ফলে আমাদের ভোগান্তি চরমে উঠেছে।
ঘাটের দুর্ভোগ নিয়ে ট্রাক চালক হোসেন আলী বলেন, দুই দিন ধরে ঘুমাই না। গাড়িতেই বসে থাকি স্টিয়ারিং ধরে। একটু আগাই আবার বন্ধ করি। এভাবেই সারা রাতে তিন কিলোমিটার পথ পাড়ি দিছি। কখন যেন গাড়িতেই ঘুমিয়ে পড়েছি জানি না।
কামাল হোসেন নামে আরেক ট্রাক চালক বলেন, ফেরি না চলায় যাত্রীদের এই ভোগান্তি। দুই দিন ধরে আটকে আছি। সময় মত ঘুম, খাওয়া, গোসল কোনোটায় হয়নি। যেকোনো সময় অসুস্থ হয়ে পরব।
ফেরি ঘাটের সমস্যা নিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ছোট বড় মিলে ২০ ফেরি রয়েছে। এর মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি ফেরিগুলো যান্ত্রিক ত্রুটির কারণে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। নতুন করে ফেরি যোগ না হলে এই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে না। তারপরও মানুষের ভোগান্তি কমাতে যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫