প্রতিনিধি, রাজবাড়ী
দুই সপ্তাহের বেশি সময় পানিবন্দী। প্রথমে বাড়ির চারপাশে ওঠে পানি। এরপর বাড়ির উঠানে। কয়েক দিনের মধ্যেই ঘরের মধ্যে পানি উঠে আসে। রান্না ঘর এখন পানির নিচে। ফলে ঘরের চৌকির ওপরে এক সপ্তাহের বেশি সময় রান্নার কাজ করতে হচ্ছে। আমার স্বামী অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করত। মাঠঘাট তলিয়ে যাওয়ায় এখন কাজ নাই। বেকার বসে আছেন। চেয়ারম্যান-মেম্বাররা তো কোন খবর নেয় না। এভাবেই অসহায়ের মতো কথাগুলো বলছিলেন রাজবাড়ির বরাট গ্রামের ফুলজান বেগম।
জানা গেছে, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যাকবলিতদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই মধ্যে ৬৭ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী অসহায় মানুষগুলোকে কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে। যাতায়াতের পথঘাট তলিয়ে যাওয়ায় নৌকা অথবা কলাগাছের ভেলায় করে যাতায়াত করছেন তাঁরা। জেলার ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী থাকায় পানিবাহিত নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যেরও সংকট তৈরি হচ্ছে। তলিয়ে গেছে সবজি খেতসহ বিভিন্ন ফসলের জমি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার অনেক এলাকায় ত্রাণ পৌঁছায়নি।
মিজানপুর ইউনিয়নের আসমা খাতুন বলেন, ঘরের ভেতরে পানি উঠে গেছে। ছেলেমেয়ে খাবারের জন্য কান্নাকাটি করছে। চুলা এখন পানির নিচে। রান্না করতে পারছি না। সেই সঙ্গে সাপের ভয়ও রয়েছে।
রফিক মোল্লা নামে আরেকজন বলেন, নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই। রাজবাড়ী শহরে এসে বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নেয় না।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, রাজবাড়ীর তিনটি পয়েন্টেই পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার বেড়ে ৭৭ সেন্টিমিটার হয়েছে। এ ছাড়া পাংশার সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুর পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে। আগামী আরও দুই দিন পদ্মার পানি বাড়বে। এতে করে আরও কিছু এলাকায় পানি প্রবেশ করতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বলেন, পানিবন্দীদের দুর্ভোগ বেড়েছে। ইতিমধ্যেই জেলার পানিবন্দীদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সাড়ে ৭ হাজার পরিবারের জন্য ১০ টন চাল ও ২ লাখ টাকা নগদ প্রদান করা হয়।
দুই সপ্তাহের বেশি সময় পানিবন্দী। প্রথমে বাড়ির চারপাশে ওঠে পানি। এরপর বাড়ির উঠানে। কয়েক দিনের মধ্যেই ঘরের মধ্যে পানি উঠে আসে। রান্না ঘর এখন পানির নিচে। ফলে ঘরের চৌকির ওপরে এক সপ্তাহের বেশি সময় রান্নার কাজ করতে হচ্ছে। আমার স্বামী অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করত। মাঠঘাট তলিয়ে যাওয়ায় এখন কাজ নাই। বেকার বসে আছেন। চেয়ারম্যান-মেম্বাররা তো কোন খবর নেয় না। এভাবেই অসহায়ের মতো কথাগুলো বলছিলেন রাজবাড়ির বরাট গ্রামের ফুলজান বেগম।
জানা গেছে, পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যাকবলিতদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই মধ্যে ৬৭ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী অসহায় মানুষগুলোকে কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছে। যাতায়াতের পথঘাট তলিয়ে যাওয়ায় নৌকা অথবা কলাগাছের ভেলায় করে যাতায়াত করছেন তাঁরা। জেলার ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী থাকায় পানিবাহিত নানা ধরনের রোগ দেখা দিচ্ছে। বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যেরও সংকট তৈরি হচ্ছে। তলিয়ে গেছে সবজি খেতসহ বিভিন্ন ফসলের জমি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার অনেক এলাকায় ত্রাণ পৌঁছায়নি।
মিজানপুর ইউনিয়নের আসমা খাতুন বলেন, ঘরের ভেতরে পানি উঠে গেছে। ছেলেমেয়ে খাবারের জন্য কান্নাকাটি করছে। চুলা এখন পানির নিচে। রান্না করতে পারছি না। সেই সঙ্গে সাপের ভয়ও রয়েছে।
রফিক মোল্লা নামে আরেকজন বলেন, নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই। রাজবাড়ী শহরে এসে বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নেয় না।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, রাজবাড়ীর তিনটি পয়েন্টেই পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার বেড়ে ৭৭ সেন্টিমিটার হয়েছে। এ ছাড়া পাংশার সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুর পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে। আগামী আরও দুই দিন পদ্মার পানি বাড়বে। এতে করে আরও কিছু এলাকায় পানি প্রবেশ করতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বলেন, পানিবন্দীদের দুর্ভোগ বেড়েছে। ইতিমধ্যেই জেলার পানিবন্দীদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সাড়ে ৭ হাজার পরিবারের জন্য ১০ টন চাল ও ২ লাখ টাকা নগদ প্রদান করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫