Ajker Patrika

রাজবাড়ীতে নলকূপে উঠছে না পানি, দাবদাহে ভোগান্তি

প্রতিনিধি
রাজবাড়ীতে নলকূপে উঠছে না পানি, দাবদাহে ভোগান্তি

রাজবাড়ী: ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজবাড়ীর বেশিরভাগ অগভীর নলকূপে পানি উঠছে না। কোথাও কোথাও গভীর নলকূপেও খুব কম পানি উঠছে। তীব্র দাবদাহে পান সঙ্কট আরও প্রকট হয়ে উঠেছে।

সুপেয় পানির তীব্র সংকটে একদিকে রান্না ও গৃহস্থালী কাজে যেমন সমস্যা হচ্ছে, তেমনি গৃহপালিত পশু-পাখির জন্যও মিলছে না পর্যাপ্ত পানি। পানির প্রাকৃতিক উৎসগুলো ক্রমেই পানিশূন্য হয়ে পড়ছে। প্রায় সব নলকূপ অকেজো হয়ে গেছে। জেলার পাঁচটি উপজেলাতেই এ সমস্যা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে জনস্বাস্থ্য বিভাগ।

রাজবাড়ী শহরের নলকুপ ব্যবসায়ী আলমগীর জানান, তাদের শ্রমিকরা বিভিন্ন জায়গায় নলকূপ বসিয়ে থাকে। সাধারণত ভূপৃষ্ঠের ২০ থেকে ২৪ ফুট নিচে পানির স্তর পাওয়া যায়। কিন্তু এখন পানি পেতে ৩২ থেকে ৪০ ফুট খনন করতে হচ্ছে। এরপরও পর্যাপ্ত পানি উঠছে না।

রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌসি বলেন, এপ্রিল-মে এই দুই মাস অনাবৃষ্টি ও খরার কারণে পানির স্তর নিচে নেমে যায়। ব্যক্তিপর্যায়ে সাধারণত ৬ নম্বর প্রযুক্তিতে নলকূপ স্থাপন করে থাকে। এসব নলকূপ স্থাপনে খরচ অনেক কম। শুষ্ক মৌসুমে এসব নলকূপে পানি পাওয়া যায় না। তবে বছরের অন্য সময়ে ভালোই পানি পাওয়া যায়। জলবায়ু পরিবর্তনের ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন জায়গার পানির স্তরের তথ্য সংগ্রহ করছি। এই সময়টা তথ্য সংগ্রহের উপযুক্ত সময়।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, তাদের স্থাপন করা নলকূপের সংখ্যা ১৪ হাজার ৬৯৯টি। এসব নলকূপের বিষয়ে কোনো অভিযোগ নেই। চলতি বছরে প্রতিটি ইউনিয়নের জন্য ২৬টি করে মোট ১ হাজার ৯২টি বরাদ্দ পাওয়া গেছে। এগুলো যথাসময়ে জেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত