Ajker Patrika

রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল‍্যানপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, মাহেন্দ্রের চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), মাহেন্দ্রর যাত্রী এবং সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)। 

রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়ের দিকে একটি মাহেন্দ্র আসছিল। এ সময় কল‍্যানপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। 

দেলোয়ার হোসেন আরও জানান, ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকসহ চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত