পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার ইউপি সদস্য মামুন হাওলাদার হত্যার ঘটনায় আসামিদের হুমকিতে আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। মামলার প্রধান আসামি সিদ্দিকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামি ও তাঁদের স্বজনেরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
পরিবারের অভিযোগ, এলাকায় মামলার প্রধান আসামি সিদ্দিকুর রহমান ও তাঁর ভাই কামালের বিভিন্ন সমাজবিরোধী কাজে বাধা দেওয়ার কারণে মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছেন আসামিরা। আসামিদের নামে একাধিক মামলা রয়েছে। এখনো মামুনের পরিবার ও তাঁর ভাইদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিরা। মামলা থেকে আসামিদের বাদ দিতে কৌশলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ মামুনের পরিবারের লোকজনের।
নিহত মামুন হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম জানান, আসামিদের দেওয়া হুমকিতে প্রতিনিয়তই আতঙ্কে আর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার হলেও এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামি ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছেন। নিলুফার ছেলেরা দিনে ও রাতে আসামিদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারেন না। কেন তাদের নামে মামলা করা হলো! কেন তাদের আসামি করা হলো—এ নিয়ে তাঁরা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছেন।
মামুন হাওলাদারের বড় ছেলে রাজিব বলেন, ‘খুব নৃশংসভাবে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে তারা। বাবার মুখটা চেনা যাচ্ছিল না। আমার ১০ বছর বয়সী ছোট ভাইটা বাবার শোকে পাগল হয়ে গেছে। কবর দেওয়ার আগে বাবাকে চেনা যাচ্ছিল না এমনভাবে কুপিয়েছে তারা। এখন আবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের ছাড়বে না। পরিবারের ছোট ছোট ভাই-বোন নিয়ে আমরা অসহায় দিন যাপন করতেছি।’
ইউপি সদস্যের বড় ভাই নান্না হাওলাদার বলেন, ‘আমরা কেউই রাতে বের হতি পারি না, দিনেও অনেক ভয়ে বের হতে হয়। কারণ তারা আমাদের অনেক হুমকি দিচ্ছে। কয়েকজন আসামি ধরা হলেও বাকিরা পলাতক রয়েছে। আমরা অনেক আতঙ্কে আছি, কখন তারা কী করে! আমার ভাই অনেক জনপ্রিয় ছিল। টানা দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিল বিপুল ভোটের ব্যবধানে। আমাদের অবস্থা আমার ভাইয়ের মতো করবে বলে হুমকি দেয় তারা। অসহায় ও মানবেতর জীবন যাপন করছি আমরা।’
মামুনের ছোট ভাই মাসুম হাওলাদার বলেন, ‘আমাদের বাড়ি কাউখালীর মধ্যে হলেও চলাচল করতে হয় ভান্ডারিয়ার মধ্য দিয়ে। তাই পথ অনেক দুর্গম হওয়ায় আতঙ্ক অনেক বেশি। তারা (আসামিরা) প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে একবারও পুলিশ আসেনি, কোনো খোঁজ-খবরও নেয়নি। দুর্গম এলাকা বলে হয়তো পুলিশ আসে না। কিন্তু আমরা অনেক আতঙ্কে আছি।’
এ বিষয়ে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুল ইসলাম ইব্রাহিম বলেন, ‘প্রকাশ্য দিবালোকে সকালবেলা এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিয়ালকাঠি ও ভিটাবাড়িয়া এলাকার মানুষ অনেক আতঙ্কে রয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রধান আসামিসহ ঢাকা থেকে একজন এবং পিরোজপুর থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রতিনিয়তই এলাকায় খোঁজ-খবর নিচ্ছে এবং বিষয়টি নজরে রাখছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে ভাণ্ডারিয়ার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার পাশের সড়কের কালভার্টের কাছে কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৪৫)। তিনি পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। নির্বাচনী জেরে তাঁকে হত্যা করা হয় বলে জানা যায়।
পিরোজপুরের কাউখালী উপজেলার ইউপি সদস্য মামুন হাওলাদার হত্যার ঘটনায় আসামিদের হুমকিতে আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। মামলার প্রধান আসামি সিদ্দিকুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামি ও তাঁদের স্বজনেরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
পরিবারের অভিযোগ, এলাকায় মামলার প্রধান আসামি সিদ্দিকুর রহমান ও তাঁর ভাই কামালের বিভিন্ন সমাজবিরোধী কাজে বাধা দেওয়ার কারণে মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছেন আসামিরা। আসামিদের নামে একাধিক মামলা রয়েছে। এখনো মামুনের পরিবার ও তাঁর ভাইদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিরা। মামলা থেকে আসামিদের বাদ দিতে কৌশলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ মামুনের পরিবারের লোকজনের।
নিহত মামুন হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম জানান, আসামিদের দেওয়া হুমকিতে প্রতিনিয়তই আতঙ্কে আর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার হলেও এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামি ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছেন। নিলুফার ছেলেরা দিনে ও রাতে আসামিদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারেন না। কেন তাদের নামে মামলা করা হলো! কেন তাদের আসামি করা হলো—এ নিয়ে তাঁরা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছেন।
মামুন হাওলাদারের বড় ছেলে রাজিব বলেন, ‘খুব নৃশংসভাবে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে তারা। বাবার মুখটা চেনা যাচ্ছিল না। আমার ১০ বছর বয়সী ছোট ভাইটা বাবার শোকে পাগল হয়ে গেছে। কবর দেওয়ার আগে বাবাকে চেনা যাচ্ছিল না এমনভাবে কুপিয়েছে তারা। এখন আবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের ছাড়বে না। পরিবারের ছোট ছোট ভাই-বোন নিয়ে আমরা অসহায় দিন যাপন করতেছি।’
ইউপি সদস্যের বড় ভাই নান্না হাওলাদার বলেন, ‘আমরা কেউই রাতে বের হতি পারি না, দিনেও অনেক ভয়ে বের হতে হয়। কারণ তারা আমাদের অনেক হুমকি দিচ্ছে। কয়েকজন আসামি ধরা হলেও বাকিরা পলাতক রয়েছে। আমরা অনেক আতঙ্কে আছি, কখন তারা কী করে! আমার ভাই অনেক জনপ্রিয় ছিল। টানা দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিল বিপুল ভোটের ব্যবধানে। আমাদের অবস্থা আমার ভাইয়ের মতো করবে বলে হুমকি দেয় তারা। অসহায় ও মানবেতর জীবন যাপন করছি আমরা।’
মামুনের ছোট ভাই মাসুম হাওলাদার বলেন, ‘আমাদের বাড়ি কাউখালীর মধ্যে হলেও চলাচল করতে হয় ভান্ডারিয়ার মধ্য দিয়ে। তাই পথ অনেক দুর্গম হওয়ায় আতঙ্ক অনেক বেশি। তারা (আসামিরা) প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে একবারও পুলিশ আসেনি, কোনো খোঁজ-খবরও নেয়নি। দুর্গম এলাকা বলে হয়তো পুলিশ আসে না। কিন্তু আমরা অনেক আতঙ্কে আছি।’
এ বিষয়ে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুল ইসলাম ইব্রাহিম বলেন, ‘প্রকাশ্য দিবালোকে সকালবেলা এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিয়ালকাঠি ও ভিটাবাড়িয়া এলাকার মানুষ অনেক আতঙ্কে রয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রধান আসামিসহ ঢাকা থেকে একজন এবং পিরোজপুর থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রতিনিয়তই এলাকায় খোঁজ-খবর নিচ্ছে এবং বিষয়টি নজরে রাখছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে ভাণ্ডারিয়ার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার পাশের সড়কের কালভার্টের কাছে কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৪৫)। তিনি পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। নির্বাচনী জেরে তাঁকে হত্যা করা হয় বলে জানা যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে