Ajker Patrika

পিরোজপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় একজন গৃহবধূকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ গাজীপুর মহল্লায় এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করে স্থানীয় ৮ যুবক। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সেই গৃহবধূকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুরের আব্দুল হাই হাওলাদারের ছেলে ইব্রাহিম হোসেন (৩২),  শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদারকে (২৫) গ্রেফতার করে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন,  বাকি আসামিদের গ্রেফতারের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছি না।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত