Ajker Patrika

পিরোজপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুর শহরের পৌর এলাকায় পুকুর থেকে প্রিয়াঙ্কা দাস (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজারহাট এলাকার নুরু খানের পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা দাস রাজারহাট এলাকার বাসিন্দা লিটন সাহার স্ত্রী। 

পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা আজ সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে ঘরের পার্শ্ববর্তী নুরু খানের পুকুর পাড়ে গৃহবধূ পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয় পরিবারের লোকজন। তাঁরা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে। 

পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজামান মিলু বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত