পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদে এক শিশুকে (১১) গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সে দাদির সঙ্গে ওই এলাকায় থাকে।
আটক নারীরা হলেন নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামের মৃত মন্নান মল্লিকের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তাঁর মেয়ে লাবনী আক্তার (২৬)।
নির্যাতনের শিকার শিশুর ফুপু বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি খবর পান, কবুতর চুরির অপবাদ দিয়ে সকাল ৬টার দিকে শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন ফিরোজা ও তাঁর মেয়ে লাবনী। ওই শিশুকে প্রায় ৩ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে মারধর করেন তাঁরা। এ সময় তিনি সেখানে গেলে তাঁকে তাড়িয়ে দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী উত্তর জয়পুর গ্রামের রুবেল বেপারী জানান, সকালে শিশুর চিৎকার ও কান্না শুনতে পেয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওই শিশুকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এ সময় সেখানে আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফিরোজা বেগম। এভাবে শিশুকে নির্মমভাবে নির্যাতন করা অন্যায় জানালে আমাকেও মারধর করতে তেড়ে আসেন তিনি। পরে পুলিশের সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
ভুক্তভোগী শিশু জানায়, বাড়ি থেকে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে মা-মেয়ে মিলে সুপারির গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে তাকে মারধর করেন। সে কবুতর চুরি করেনি বললেও তাকে প্রায় ৩ ঘণ্টা ধরে থেমে থেমে মারধর করা হয়। কোনো কথাই শোনেননি তারা কেউ।
এ ব্যাপারে আটক মা ও মেয়ে জানান, সিয়াম তাদের ২০টি কবুতর চুরি করেছে। তাকে কোনো মারধর করা হয়নি। শুধু বেঁধে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন হাওলাদার বলেন, ওই শিশু দাদির কাছে থাকে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই মা-মেয়ে ওই শিশুকে তার দাদির কাছ থেকে ধরে টেনে-হিঁচড়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় শিশুটির দাদি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন তারা।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত তাসনিম বলেন, ভুক্তভোগী শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসাসেবা চলছে। অবস্থা খারাপ মনে হলে উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠানো হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ফিরোজা ও মেয়ে লাবনীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদে এক শিশুকে (১১) গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সে দাদির সঙ্গে ওই এলাকায় থাকে।
আটক নারীরা হলেন নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামের মৃত মন্নান মল্লিকের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তাঁর মেয়ে লাবনী আক্তার (২৬)।
নির্যাতনের শিকার শিশুর ফুপু বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি খবর পান, কবুতর চুরির অপবাদ দিয়ে সকাল ৬টার দিকে শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন ফিরোজা ও তাঁর মেয়ে লাবনী। ওই শিশুকে প্রায় ৩ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে মারধর করেন তাঁরা। এ সময় তিনি সেখানে গেলে তাঁকে তাড়িয়ে দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী উত্তর জয়পুর গ্রামের রুবেল বেপারী জানান, সকালে শিশুর চিৎকার ও কান্না শুনতে পেয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান, ওই শিশুকে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে পেটানো হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এ সময় সেখানে আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফিরোজা বেগম। এভাবে শিশুকে নির্মমভাবে নির্যাতন করা অন্যায় জানালে আমাকেও মারধর করতে তেড়ে আসেন তিনি। পরে পুলিশের সহায়তা নিয়ে শিশুটিকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
ভুক্তভোগী শিশু জানায়, বাড়ি থেকে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে মা-মেয়ে মিলে সুপারির গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে তাকে মারধর করেন। সে কবুতর চুরি করেনি বললেও তাকে প্রায় ৩ ঘণ্টা ধরে থেমে থেমে মারধর করা হয়। কোনো কথাই শোনেননি তারা কেউ।
এ ব্যাপারে আটক মা ও মেয়ে জানান, সিয়াম তাদের ২০টি কবুতর চুরি করেছে। তাকে কোনো মারধর করা হয়নি। শুধু বেঁধে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন হাওলাদার বলেন, ওই শিশু দাদির কাছে থাকে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই মা-মেয়ে ওই শিশুকে তার দাদির কাছ থেকে ধরে টেনে-হিঁচড়ে নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় শিশুটির দাদি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন তারা।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জিনাত তাসনিম বলেন, ভুক্তভোগী শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসাসেবা চলছে। অবস্থা খারাপ মনে হলে উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠানো হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ফিরোজা ও মেয়ে লাবনীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে