Ajker Patrika

পিরোজপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১০: ১৬
পিরোজপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত মিথুন সিকদার ওরফে তুন্না সিকদারের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরসভার শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান। 

নিহত তুন্না সিকদার পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার মহিতাজ উদ্দিন শিকদারের ছেলে। 

তুন্না সিকদারের প্রতিবেশীরা জানান, আজ দুপুরে তুন্নার বড় ভাই মুন্না সিকদার শহর থেকে বাড়িতে এলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখেতে পান। প্রথমে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তুন্নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। মুন্না চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে তুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, ‘পিরোজপুর জেলা হাসপাতালে তুন্না সিকদারকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত