Ajker Patrika

নাজিরপুরে স্বাস্থ্য বিধি না মেনে করোনার টিকা কার্যক্রম

প্রতিনিধি
নাজিরপুরে স্বাস্থ্য বিধি না মেনে করোনার টিকা কার্যক্রম

নাজিরপুর (পিরোজপুর): নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি না মেনে করোনার টিকা নিচ্ছে শত শত মানুষ।

আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ লাইনে দাড়িয়ে করোনার টিকা নিচ্ছেন। অনেকের মুখে নেই মাস্ক। কেউ আবার বাচ্চা নিয়ে লাইনে দাড়িয়ে আছে। কে কার আগে টিকা গ্রহণ করবে বলে হুমড়ি খেয়ে পরছে। তত্বাবধায়নে পুলিশ থাকলেও তারা যেন নীরব ভূমিকা পালন করছে।

নাজিরপুরে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে ৬ হাজার ৫শ জন। অন্যদিকে এখন পর্যন্ত ২য় ডোজ নিয়েছেন ১০ হাজার জন। প্রথম ডোজ নেওয়ায় হালকা জ্বর ও শরীর ব্যথা হওয়ায় ২য় ডোজ নিতে ভয় পাচ্ছে অনেকেই। বর্তমান করোনা প্রাদূর্ভাবের কারণে প্রথম ডোজ নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে।  

এ ব্যাপারে শিশু নিয়ে লাইনে দাঁড়ানো লিটন হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুরুষ এবং মহিলাদের ভ্যাকসিন নেওয়ার জন্য একটি মাত্র বুথ চালু থাকায় আমাদের এ বিপাকে পড়তে হয়েছে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বাড়ীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, এতে আমার কি করার আছে। জনগণ স্বাস্থ্যবিধি মানছে না। আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসন আমাদের সহায়তা করলেও জনগণ তা মানছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত