Ajker Patrika

পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ২৫

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ২৫

পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারণের মধ্যে পণ্য সরবরাহের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় নেতা-কর্মীরাবিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারণে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বাড়ছে। এ জন্য তারা টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম ও শহরের সব জায়গায় সাধারণ জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের দাবি জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘সমাবেশে যোগ দিতে এলে শহরের বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত