Ajker Patrika

পিরোজপুরে বিএনপির দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে বিএনপির দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুটি পক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর অভিযোগ, আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ছাত্রলীগের দুই পক্ষ পৃথকভাবে হামলা চালায়। 

বিএনপি নেতাদের অভিযোগ, আলোচনা সভায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে এ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাতে জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের শেষ পর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপ হামলা চালায়। এতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছে।

এর আগে আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত