Ajker Patrika

পিরোজপুরের ছাত্রদল নেতা মুক্তা হত্যা মামলার সব আসামি খালাস

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২০: ৪৫
পিরোজপুরের ছাত্রদল নেতা মুক্তা হত্যা মামলার সব আসামি খালাস

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মুক্তা হত্যা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন। খালাস পাওয়া আসামিরা হলেন পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালো, লক্ষাকাঠী এলাকার মো. রসূল, ঝাটকাঠী এলাকার মো. রাজ্জাক শেখ এবং বাজুকাঠী এলাকার সিপন। রায় ঘোষণার সময় মুক্তার পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান।

মেজবাহ উদ্দিন মুক্তা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার বাসিন্দা। 

এ নিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৪ জানুয়ারি সরকারি সোহরাওয়ার্দী কলেজের তৎকালীন ভিপি মেজবাহ উদ্দিন মুক্তাকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় মেজবাহ উদ্দিন মুক্তার বাবা মীর আবদুর রব বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পরে ২০০৭ সালের ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেজবাহ উদ্দিন মুক্তা মারা যান। 

এপিপি মো. জহুরুল ইসলাম আরও জানান, মামলার অভিযোগ তদন্ত করে পিরোজপুর সদর থানার এসআই আবুল বাসার ২০০৭ সালের ৩১ আগস্ট ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে বিচারক ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্তদের খালাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত