Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, লকডাউন খুলতেই পিরোজপুরে বিজয় মিছিল

প্রতিনিধি, পিরোজপুর
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, লকডাউন খুলতেই পিরোজপুরে বিজয় মিছিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। 

এই বিজয় মিছিলে জেলার ক্রিকেট প্রেমী খেলোয়াড়, সমর্থক, শিক্ষার্থীসহ সকল স্তরের ক্রিকেটানুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এ সময় বিজয়ের আনন্দে স্লোগানে স্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। এ সময় উদীয়মান খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন তাহসান আহম্মেদ শাহিল, সাইমুন শাকিব, আহাদুজ্জামান অমি, আবিদ, অনিক, আসিফসহ আরও অনেকে। 

পিরোজপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম জানান, বাংলাদেশ ক্রিকেট দলের যে কোন বিজয়ে আমরা পিরোজপুরের ক্রিকেট প্রেমীরা প্রত্যেক বিজয়েই মিছিল করে থাকি। কিন্তু ১০ তারিখ পর্যন্ত লকডাউন থাকায় আমরা দেরিতে হলেও সবাই মিলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছি। ক্রিকেট প্রেমী সকল খেলোয়াড়, সমর্থক ও শিক্ষার্থীদের অনুরোধেই আজকের আমরা বিজয় মিছিলে অংশ নিয়েছি। ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে আনতে, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসা অটুট রাখতে আমাদের এ মিছিল।

প্রসঙ্গত, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে বংলাদেশ। এ সিরিজে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন সাকিব আল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত