কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন নামের এক কৃষক। বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে নিজ উদ্যোগে তিনি এসব চারা রোপণ করছেন।
পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণের কাজ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলী ব্রিজ পর্যন্ত সড়কের পাশে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে রোপণ করছেন তিনি।
তালের বীজ রোপণের মহৎ এ উদ্যোগ নেওয়ায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা-ডাল সবকিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই প্রশংসনীয় কাজ।’
একই এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি কৃষক কামাল হোসেন মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছেন। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সবগুলো বীজ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করব।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন নামের এক কৃষক। বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে পতিত জমিতে নিজ উদ্যোগে তিনি এসব চারা রোপণ করছেন।
পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের বাসিন্দা কামাল হোসেন। তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপণের কাজ। ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলী ব্রিজ পর্যন্ত সড়কের পাশে রোপণ করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে রোপণ করছেন তিনি।
তালের বীজ রোপণের মহৎ এ উদ্যোগ নেওয়ায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা-ডাল সবকিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপণ করছেন। এটা আসলেই প্রশংসনীয় কাজ।’
একই এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি কৃষক কামাল হোসেন মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছেন। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপণ করা হয়েছে। বাকি বীজগুলো আমার বাড়িতে সংরক্ষণ করা আছে। সবগুলো বীজ পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপণ করব।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরও সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে