মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
বাড়িতে আনন্দ-উল্লাসে সবাই ব্যস্ত। বাদকের দল ঢাকঢোল বাজাচ্ছে। ট্রাকে উঠে ছেলেমেয়েরা আনন্দ-উল্লাস করছে। পাশের বাড়ির মা-বোনেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধার বাড়ির সামনে একটি ট্রাকে তোলা হয়েছে একটি ষাঁড়। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের প্রিয় ষাঁড় কালোমানিক উপহার দিতে চান কৃষক সোহাগ মৃধা। এর জন্যই এত আয়োজন। আজ বৃহস্পতিবার সকালে সড়কপথে ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় রওনা দিয়েছেন। সঙ্গে রয়েছে সাজসজ্জা বেষ্টিত তিনটি ট্রাক, বাদকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী। তবে ষাঁড়টি খালেদা জিয়া উপহার হিসেবে গ্রহণ করবেন কি না, তা তিনি এখনো জানেন না। তবু বিএনপিকে ভালোবেসে তার জন্য ষাঁড়টি নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। তিনি জানান, প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন তিনি। সেই গাভির বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন প্রায় ৩৫ মণ (প্রায় ১ হাজার ৪০০ কেজি)। লম্বায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
কৃষক সোহাগ বলেন, ‘আমি বিএনপির একজন সাধারণ কর্মী। মনেপ্রাণে বিএনপিকে ভালোবাসি। ২০২৩ সালে কিশোরগঞ্জের এক কৃষকের শেখ হাসিনাকে গরু উপহার দেওয়ার সংবাদ দেখে মনে আশা জাগে, আমার দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে কালোমানিকটি উপহার দেব। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এর পর থেকে ষাঁড়টি (কালোমানিক) নেত্রীকে উপহার দেওয়ার ইচ্ছা জাগে আমার। ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি প্রিয় নেত্রীকে উপহার হিসেবে দেওয়ার জন্য আজ আমি ঢাকায় রওনা হয়েছি। এর জন্য তিনটি মিনি ট্রাক ভাড়া করেছেন তিনি ৬০ হাজার টাকায়। সঙ্গে রয়েছে বাদক দল, সাউন্ড সিস্টেম এবং স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা। তাদের জন্য রয়েছে একরঙা ক্যাপ, বিশেষ গেঞ্জি ও ধানের শীষ প্রতীকের ব্যানার।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোহাগ আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে ষাঁড়টি নেত্রীকে দিতে চান। ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণের পর থেকেই তার মনে এই ইচ্ছা জাগে। সোহাগের সঙ্গে আমিও ষাঁড়টি নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছি। ঢাকায় বিএনপির সমর্থক কয়েকজন আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁদের নিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ষাঁড়টি নেত্রীকে উপহার হিসেবে দেওয়া হবে। নেত্রী যেন কৃষকের এই স্বপ্ন পূরণ করেন। এটাই আমাদের দাবি।’
বাড়িতে আনন্দ-উল্লাসে সবাই ব্যস্ত। বাদকের দল ঢাকঢোল বাজাচ্ছে। ট্রাকে উঠে ছেলেমেয়েরা আনন্দ-উল্লাস করছে। পাশের বাড়ির মা-বোনেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধার বাড়ির সামনে একটি ট্রাকে তোলা হয়েছে একটি ষাঁড়। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের প্রিয় ষাঁড় কালোমানিক উপহার দিতে চান কৃষক সোহাগ মৃধা। এর জন্যই এত আয়োজন। আজ বৃহস্পতিবার সকালে সড়কপথে ষাঁড়টি নিয়ে তিনি ঢাকায় রওনা দিয়েছেন। সঙ্গে রয়েছে সাজসজ্জা বেষ্টিত তিনটি ট্রাক, বাদকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী। তবে ষাঁড়টি খালেদা জিয়া উপহার হিসেবে গ্রহণ করবেন কি না, তা তিনি এখনো জানেন না। তবু বিএনপিকে ভালোবেসে তার জন্য ষাঁড়টি নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। তিনি জানান, প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন তিনি। সেই গাভির বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন প্রায় ৩৫ মণ (প্রায় ১ হাজার ৪০০ কেজি)। লম্বায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
কৃষক সোহাগ বলেন, ‘আমি বিএনপির একজন সাধারণ কর্মী। মনেপ্রাণে বিএনপিকে ভালোবাসি। ২০২৩ সালে কিশোরগঞ্জের এক কৃষকের শেখ হাসিনাকে গরু উপহার দেওয়ার সংবাদ দেখে মনে আশা জাগে, আমার দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে কালোমানিকটি উপহার দেব। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এর পর থেকে ষাঁড়টি (কালোমানিক) নেত্রীকে উপহার দেওয়ার ইচ্ছা জাগে আমার। ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি প্রিয় নেত্রীকে উপহার হিসেবে দেওয়ার জন্য আজ আমি ঢাকায় রওনা হয়েছি। এর জন্য তিনটি মিনি ট্রাক ভাড়া করেছেন তিনি ৬০ হাজার টাকায়। সঙ্গে রয়েছে বাদক দল, সাউন্ড সিস্টেম এবং স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা। তাদের জন্য রয়েছে একরঙা ক্যাপ, বিশেষ গেঞ্জি ও ধানের শীষ প্রতীকের ব্যানার।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোহাগ আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী। তিনি ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে ষাঁড়টি নেত্রীকে দিতে চান। ২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণের পর থেকেই তার মনে এই ইচ্ছা জাগে। সোহাগের সঙ্গে আমিও ষাঁড়টি নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছি। ঢাকায় বিএনপির সমর্থক কয়েকজন আইনজীবীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁদের নিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ষাঁড়টি নেত্রীকে উপহার হিসেবে দেওয়া হবে। নেত্রী যেন কৃষকের এই স্বপ্ন পূরণ করেন। এটাই আমাদের দাবি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে