Ajker Patrika

মহিষের গুঁতোয় মালিকসহ আহত ১০ 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪: ৪৯
মহিষের গুঁতোয় মালিকসহ আহত ১০ 

দশমিনায় মহিষের গুঁতোয় মালিক মো. নিজাম মাতুব্বরসহ (২৮) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার আলীপুরার গুলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে মালিকের অবস্থা গুরুতর হওয়ায় দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 কয়েক ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও বন বিভাগের সহায়তায় এলাকাবাসী ফাঁদ পেতে মহিষটি ধরতে সক্ষম হয়।

এ বিষয়ে মহিষের মালিক বলেন, `আমি মহিষ কেনাবেচার ব্যবসা করি। গত সোমবার বাউফলের কালাইয়া বাজার থেকে লাখ টাকায় একটি মহিষ কিনে পরদিন মঙ্গলবার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে বিক্রি করতে নিয়ে যাই। এ সময় মহিষটি ছুটে যায়। পরে গতকাল সকালে উপজেলার আলীপুরা ইউনিয়নের গুলবুনিয়া গ্রামে মহিষটির সন্ধান পেয়ে উদ্ধার করতে গেলে আমি আহত হই। এ সময় মহিষের তাণ্ডবে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।' 

আলীপুরা ইউপির সদস্য মো. আফজাল বলেন, গলাচিপা ও দশমিনায় মহিষের দুই দিনের তাণ্ডবে ১০ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও বন বিভাগের সহায়তায় কয়েকজন এলাকাবাসী ফাঁদ পেতে মহিষটি উদ্ধার করতে সক্ষম হন। 

এ নিয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, পুলিশ, বন বিভাগ ও এলাকাবাসীর সহায়তায় মহিষটি উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত