পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় মাঠে হয় এ অনুষ্ঠান। ছুটির দিনে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ছিল পবিত্র শবে বরাতের সরকারি ছুটি। ছুটির মধ্যেই কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের নাম প্রধান অতিথি হিসেবে লেখা থাকলেও তিনি উপস্থিত হননি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশূ ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সালেহ উদ্দিন পিকুর নাম থাকলেও তাঁরা কেউই উপস্থিত ছিলেন না।
তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন মো. শফিকুজ্জামান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, ‘আজ সরকারি ছুটির কথা প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। গভীর রাত পর্যন্ত পবিত্র শবে বরাতের ইবাদত করেছি। পরের দিন ক্রীড়া প্রতিযোগিতা। একরকম চোখে ঘুম নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছি।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজাদ খানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কী একটা বিব্রতকর অবস্থা। এঁদের এতটুকু জ্ঞান নাই যে, আজ সরকারি বন্ধের দিন। কীভাবে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর বাউফলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় মাঠে হয় এ অনুষ্ঠান। ছুটির দিনে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ছিল পবিত্র শবে বরাতের সরকারি ছুটি। ছুটির মধ্যেই কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের নাম প্রধান অতিথি হিসেবে লেখা থাকলেও তিনি উপস্থিত হননি। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশূ ও কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সালেহ উদ্দিন পিকুর নাম থাকলেও তাঁরা কেউই উপস্থিত ছিলেন না।
তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সিভিল সার্জন মো. শফিকুজ্জামান।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, ‘আজ সরকারি ছুটির কথা প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। গভীর রাত পর্যন্ত পবিত্র শবে বরাতের ইবাদত করেছি। পরের দিন ক্রীড়া প্রতিযোগিতা। একরকম চোখে ঘুম নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছি।’
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কেশবপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজাদ খানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কী একটা বিব্রতকর অবস্থা। এঁদের এতটুকু জ্ঞান নাই যে, আজ সরকারি বন্ধের দিন। কীভাবে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে