পটুয়াখালী প্রতিনিধি
নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মো. সোহাগকে (৪০) পটুয়াখালীর পায়রা ব্রিজ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া সোহাগের স্ত্রী উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সোহাগকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরানোর পর বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা কুঞ্জ এলাকায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬টা নাগাদ দুটি গাড়ি এসে পায়রা কুঞ্জে থামে। স্থানীয়দের ধারণা ছিল, এটি পায়রা ব্রিজের কোনো প্রকল্পের গাড়ি। তবে সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি সাদা গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নেড়ে সাহায্য চাইতে দেখেন। গাড়ির কাছে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সদর থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৮-৭০৯৪) এবং কফি রঙের প্রিমিও গাড়ি (ঢাকা মেট্রো-গ ৪২-৬৭৩২) উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়ি চুরির উদ্দেশ্যেই তাঁকে অপহরণ করা হয়েছিল।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মো. সোহাগ নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ থানা-পুলিশের নির্দেশনায় তাঁর স্ত্রীর কাছে আমরা তাঁকে হস্তান্তর করেছি। এরপরে হেলিকপ্টারযোগে তাঁরা ঢাকায় নিয়ে গিয়েছেন।’
ওসি আরও জানান, উদ্ধারের সময় থানা-পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সহযোগিতা করেছে। বর্তমানে অপহরণের বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ থানা-পুলিশ কাজ করছে।
নারায়ণগঞ্জের অপহৃত ব্যবসায়ী মো. সোহাগকে (৪০) পটুয়াখালীর পায়রা ব্রিজ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া সোহাগের স্ত্রী উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা কিছু ব্যক্তি সোহাগকে নারায়ণগঞ্জ থেকে অপহরণ করে ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরানোর পর বরিশাল হয়ে পটুয়াখালীর পায়রা কুঞ্জ এলাকায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৬টা নাগাদ দুটি গাড়ি এসে পায়রা কুঞ্জে থামে। স্থানীয়দের ধারণা ছিল, এটি পায়রা ব্রিজের কোনো প্রকল্পের গাড়ি। তবে সকাল ১০টার দিকে স্থানীয়রা একটি সাদা গাড়ির পেছন থেকে এক ব্যক্তিকে হাত নেড়ে সাহায্য চাইতে দেখেন। গাড়ির কাছে গিয়ে দেখা যায়, ওই ব্যক্তি হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে সদর থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৮-৭০৯৪) এবং কফি রঙের প্রিমিও গাড়ি (ঢাকা মেট্রো-গ ৪২-৬৭৩২) উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়ি চুরির উদ্দেশ্যেই তাঁকে অপহরণ করা হয়েছিল।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মো. সোহাগ নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ থানা-পুলিশের নির্দেশনায় তাঁর স্ত্রীর কাছে আমরা তাঁকে হস্তান্তর করেছি। এরপরে হেলিকপ্টারযোগে তাঁরা ঢাকায় নিয়ে গিয়েছেন।’
ওসি আরও জানান, উদ্ধারের সময় থানা-পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সহযোগিতা করেছে। বর্তমানে অপহরণের বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ থানা-পুলিশ কাজ করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে