প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা মো. আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক কলেজ ছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে অভিযুক্তকে একমাত্র আসামি করে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ছাত্রনেতা পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীর সঙ্গে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ছিদ্দিকের। এরই মধ্যে ওই ছাত্রীকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দেন ছিদ্দিক। এতে রাজি না হলে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে উপজেলার ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামের বাড়িতে ডাকেন ছিদ্দিক। ঘটনার দিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যান তিনি। এ সময় ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। আত্মরক্ষায় চিৎকার দিলে মুখ চেপে ধরে ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে ঘরে বসিয়ে রেখে অন্যত্র চলে যান অভিযুক্ত ছিদ্দিক।
মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা ঘরে ফিরে এলে তাঁদের কাছে ঘটনা খুলে জানালে তাঁরা ওই ছাত্রীকে গালমন্দ করেন। পরবর্তীতে ছিদ্দিক ছাত্রীকে না চেনার ভান করেন। পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চান ভুক্তভোগী। পরে রাত ৮টার দিকে কলাপাড়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত আবু বকর ছিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি জানান, `ঘটনার দিন আমি পটুয়াখালী ডিবি অফিসে ছিলাম, বাড়িতে ছিলাম না। এ ঘটনা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।'
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা মো. আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক কলেজ ছাত্রী। আজ মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে অভিযুক্তকে একমাত্র আসামি করে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। অভিযুক্ত ছাত্রনেতা পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীর সঙ্গে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ছিদ্দিকের। এরই মধ্যে ওই ছাত্রীকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দেন ছিদ্দিক। এতে রাজি না হলে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে উপজেলার ধানখালী ইউপির পাঁচজুনিয়া গ্রামের বাড়িতে ডাকেন ছিদ্দিক। ঘটনার দিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যান তিনি। এ সময় ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। আত্মরক্ষায় চিৎকার দিলে মুখ চেপে ধরে ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিয়ে ঘরে বসিয়ে রেখে অন্যত্র চলে যান অভিযুক্ত ছিদ্দিক।
মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা ঘরে ফিরে এলে তাঁদের কাছে ঘটনা খুলে জানালে তাঁরা ওই ছাত্রীকে গালমন্দ করেন। পরবর্তীতে ছিদ্দিক ছাত্রীকে না চেনার ভান করেন। পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চান ভুক্তভোগী। পরে রাত ৮টার দিকে কলাপাড়া থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত আবু বকর ছিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি জানান, `ঘটনার দিন আমি পটুয়াখালী ডিবি অফিসে ছিলাম, বাড়িতে ছিলাম না। এ ঘটনা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।'
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫