পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ৯ জেলেসহ ‘এফবি ভাই ভাই’ নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়েছেন ডাকাতরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জেলেদের ভেতর আতঙ্ক বিরাজ করছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনারচর থেকে ২৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের ছয়বাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্যকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী এবং কুয়াকাটার মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।
এ ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ২৬টি ট্রলারের মধ্যে দুটি রাঙ্গাবালীর চর মোন্তাজের, তিনটি মহিপুরের এবং বাকিগুলো অন্য জেলার।
এদিকে ডাকাতদের ডুবিয়ে দেওয়া ‘এফবি ভাই ভাই’ নামের ট্রলারের ৯ জেলেকে উদ্ধার করে গতকাল শুক্রবার রাতে মহিপুর মৎস্যবন্দরে নিয়ে এসেছে ‘মা-বাবার দোয়া’ নামের অপর একটি ট্রলার।
তবে এরই মধ্যে ডুবে যাওয়া ট্রলারটি সোনারচর সংলগ্ন গভীর সাগরের ছয়বাম এলাকা থেকে কুয়াকাটার তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুবিয়ে দেওয়া ট্রলার ‘এফবি ভাই ভাই’ ট্রলারের মালিক সফিকের ভাই মো. শাহিন আলম।
শাহীন আলম বলেন, ‘ট্রলারটি ডাকাতেরা ডুবিয়ে দেওয়ার পর সেটি গভীর সাগরে ভাসতে থাকে। পরে মহিপুরের কাশেম মাঝি ও ধানখালীর আসসাব মাঝি তাঁদের ট্রলারের সঙ্গে বেঁধে এটি কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগর এলাকায় নিয়ে এসেছে। আমরাও মহিপুর থেকে একটি ট্রলার নিয়ে তাঁদের কাছে এসেছি। আশা করছি, ট্রলারটি আমরা উদ্ধার করতে পারব ইনশাআল্লাহ।’
ডাকাতির শিকার একটি ট্রলারের মাঝি জিয়াউর রহমান, জেলে আব্দুস সালাম ও ট্রলারমালিক মো. ইউসুফ আলী বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে কমপক্ষে ২২-২৩ জন ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাঁরা ২৬টি ট্রলারে ডাকাতি করে নগদ টাকা, মাছ ও জ্বালানিসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা ‘‘এফবি ভাই ভাই’’ নামের ট্রলারটি ডুবিয়ে দিয়ে যায়। পরে রাত ১০টার দিকে সাগর থেকে ‘‘মা-বাবার দোয়া’’ নামের ট্রলারটি আমাদের উদ্ধার করে।’
এ ব্যাপারে রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্যকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী বলেন, ‘সোনারচর থেকে ২৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ডাকাতি হয়েছে। আমাদের এলাকার জলিল সিকদার ও হালিম সিকদার নামে দুই ভাইয়ের দুটি ট্রলার ডাকাতির কবলে পড়ে। ট্রলারের মালামাল নিয়ে গেলেও জেলে ও মাঝি-মাল্লারা সুস্থভাবে ফিরে এসেছেন। ওই সময় আরও ট্রলারে ডাকাতি হয়েছে বলে শুনেছি।’
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, গভীর সাগরে ডাকাতেরা ফের সক্রিয় হয়ে উঠেছে। ডাকাতের কবলে পড়া ২৬টি ট্রলারের মধ্যে ২টি রাঙ্গাবালীর চর মোন্তাজের,৩টি মহিপুরের ও বাকিগুলো অন্য জেলার।
এ বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল রাঙ্গাবালী থানা সীমানার মধ্যে নয়, এটা মহিপুর থানার সীমানা এলাকায় ঘটেছে। তবে রাঙ্গাবালীর চর মোন্তাজের দুই ভাইয়ের দুটি ট্রলার ডাকাতির কবলে পড়েছিল। তাঁদের ট্রলারের মালামাল নিয়ে গেছে ডাকাতরা।’
পটুয়াখালীর মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ডাকাতির ঘটনাস্থল ভোলার চরফ্যাশন থানার সীমানায়। এ ঘটনার মামলা ও তদন্ত সবকিছু ওই থানার মাধ্যমেই হবে। তবে মহিপুরের কয়েকটি ট্রলার ডাকাতির কবলে পড়েছিল।’
নিজামপুর কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল এম শাফিউল কিঞ্জল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমরা টহল জোরদার করেছি। তবে ঘটনাস্থল পার্শ্ববর্তী উপজেলার আওতাধীন। তাই তাদের সহযোগিতা করছি। মৎস্যবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক সহযোগিতা করছে কোস্ট গার্ড।’
পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে ২৬টি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ৯ জেলেসহ ‘এফবি ভাই ভাই’ নামের একটি ট্রলার ডুবিয়ে দিয়েছেন ডাকাতরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জেলেদের ভেতর আতঙ্ক বিরাজ করছে।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনারচর থেকে ২৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের ছয়বাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্যকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী এবং কুয়াকাটার মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।
এ ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়া ২৬টি ট্রলারের মধ্যে দুটি রাঙ্গাবালীর চর মোন্তাজের, তিনটি মহিপুরের এবং বাকিগুলো অন্য জেলার।
এদিকে ডাকাতদের ডুবিয়ে দেওয়া ‘এফবি ভাই ভাই’ নামের ট্রলারের ৯ জেলেকে উদ্ধার করে গতকাল শুক্রবার রাতে মহিপুর মৎস্যবন্দরে নিয়ে এসেছে ‘মা-বাবার দোয়া’ নামের অপর একটি ট্রলার।
তবে এরই মধ্যে ডুবে যাওয়া ট্রলারটি সোনারচর সংলগ্ন গভীর সাগরের ছয়বাম এলাকা থেকে কুয়াকাটার তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুবিয়ে দেওয়া ট্রলার ‘এফবি ভাই ভাই’ ট্রলারের মালিক সফিকের ভাই মো. শাহিন আলম।
শাহীন আলম বলেন, ‘ট্রলারটি ডাকাতেরা ডুবিয়ে দেওয়ার পর সেটি গভীর সাগরে ভাসতে থাকে। পরে মহিপুরের কাশেম মাঝি ও ধানখালীর আসসাব মাঝি তাঁদের ট্রলারের সঙ্গে বেঁধে এটি কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগর এলাকায় নিয়ে এসেছে। আমরাও মহিপুর থেকে একটি ট্রলার নিয়ে তাঁদের কাছে এসেছি। আশা করছি, ট্রলারটি আমরা উদ্ধার করতে পারব ইনশাআল্লাহ।’
ডাকাতির শিকার একটি ট্রলারের মাঝি জিয়াউর রহমান, জেলে আব্দুস সালাম ও ট্রলারমালিক মো. ইউসুফ আলী বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে কমপক্ষে ২২-২৩ জন ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাঁরা ২৬টি ট্রলারে ডাকাতি করে নগদ টাকা, মাছ ও জ্বালানিসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা ‘‘এফবি ভাই ভাই’’ নামের ট্রলারটি ডুবিয়ে দিয়ে যায়। পরে রাত ১০টার দিকে সাগর থেকে ‘‘মা-বাবার দোয়া’’ নামের ট্রলারটি আমাদের উদ্ধার করে।’
এ ব্যাপারে রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্যকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আজাদ সাথী বলেন, ‘সোনারচর থেকে ২৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ডাকাতি হয়েছে। আমাদের এলাকার জলিল সিকদার ও হালিম সিকদার নামে দুই ভাইয়ের দুটি ট্রলার ডাকাতির কবলে পড়ে। ট্রলারের মালামাল নিয়ে গেলেও জেলে ও মাঝি-মাল্লারা সুস্থভাবে ফিরে এসেছেন। ওই সময় আরও ট্রলারে ডাকাতি হয়েছে বলে শুনেছি।’
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, গভীর সাগরে ডাকাতেরা ফের সক্রিয় হয়ে উঠেছে। ডাকাতের কবলে পড়া ২৬টি ট্রলারের মধ্যে ২টি রাঙ্গাবালীর চর মোন্তাজের,৩টি মহিপুরের ও বাকিগুলো অন্য জেলার।
এ বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল রাঙ্গাবালী থানা সীমানার মধ্যে নয়, এটা মহিপুর থানার সীমানা এলাকায় ঘটেছে। তবে রাঙ্গাবালীর চর মোন্তাজের দুই ভাইয়ের দুটি ট্রলার ডাকাতির কবলে পড়েছিল। তাঁদের ট্রলারের মালামাল নিয়ে গেছে ডাকাতরা।’
পটুয়াখালীর মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘ডাকাতির ঘটনাস্থল ভোলার চরফ্যাশন থানার সীমানায়। এ ঘটনার মামলা ও তদন্ত সবকিছু ওই থানার মাধ্যমেই হবে। তবে মহিপুরের কয়েকটি ট্রলার ডাকাতির কবলে পড়েছিল।’
নিজামপুর কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল এম শাফিউল কিঞ্জল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমরা টহল জোরদার করেছি। তবে ঘটনাস্থল পার্শ্ববর্তী উপজেলার আওতাধীন। তাই তাদের সহযোগিতা করছি। মৎস্যবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক সহযোগিতা করছে কোস্ট গার্ড।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে