Ajker Patrika

পটুয়াখালীতে এক দিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯

প্রতিনিধি, পটুয়াখালী
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১২: ২৯
পটুয়াখালীতে এক দিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৬৬। মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৫ জন।

করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৮০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৩ ও হোম আইসোলেশনে ৬৫১ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১০, কলাপাড়ার ১৮, দশমিনার ৮, গলাচিপার ৪, বাউফলের ১৪, দুমকীর ৪ ও মির্জাগঞ্জের ১১ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ জন মারা গেছেন। আগের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে করোনা সংক্রমণ বাড়তেই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত