Ajker Patrika

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে শত শত মৃত জেলি ফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৮
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে শত শত মৃত জেলি  ফিশ

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন চরবিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলি ফিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই জেলি ফিশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। 

এ ছাড়া কুয়াকাটাসংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও এই প্রজাতির জেলি ফিশ দেখতে পায় তারা। তবে ঠিক কী কারণে এ ধরনের জেলি ফিশের মৃত্যু হচ্ছে, তার সঠিক কারণ বলতে পারছেন না কেউ। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদণ্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদের মুন জেলি ফিশও বলা হয়। এরা মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা বাতাসের টানে ওপরের দিকে চলে আসে। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত