মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ৬০ শতাংশ করে ভবনের কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করে। ঠিকাদার ২০২১ সালে নির্মাণকাজ শুরু করেন। তবে কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও ঠিকাদার বারবার কাজের সময় বাড়ানোর আবেদন করে নির্মাণকাজ নিয়ে কালক্ষেপণ করছেন।
ঠিকাদারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের কাজ যে পরিমাণ করা হয়েছে, সেই পরিমাণ বিল অফিস থেকে দিতে পারছে না। এ জন্য কাজ শেষ করতে সময় লাগছে।
পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের জন্য ২০২০-২১ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। বরাদ্দের পরিমাণ ৮০ লাখ ৭৫ হাজার টাকা। ফাউন্ডেশন চারতলা। তবে এখন নির্মাণ করা হবে একতলা।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে একটি মাত্র পুরোনো পাকা ভবন রয়েছে। এতে তিনটি কক্ষ আছে, ওই সব কক্ষ ঝুঁকিপূর্ণ। পাঠদান চলার সময় গত বছর ২৩ সেপ্টেম্বর দশম শ্রেণির কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। ক্লাস পরিচালনার জন্য শ্রেণিকক্ষের সংকট রয়েছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফা আক্তার, কুলসুম আক্তার ও সালমান তালুকদার বলে, ‘নবম ও দশম শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ক্লাস করার সময় অতিরিক্ত শ্রেণিকক্ষের প্রয়োজন হয়। তখন আমাদের স্কুল মাঠেও ক্লাস করতে হয়। নতুন ভবনের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’
বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ ৬০ শতাংশ করে বন্ধ রেখেছেন ঠিকাদার সেলিম মিয়া। দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বলা হলেও তিনি কাজ করছেন না।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. সেলিম মিয়া বলেন, ‘যে পরিমাণ কাজ করা হয়েছে, সেই পরিমাণ বিল উত্তোলন করতে পারিনি। এখন পর্যন্ত মাত্র ২৭ লাখ টাকার বিল পেয়েছি। যথাযথ বরাদ্দ নেই। তবুও ভবনের কাজটি অল্প সময়ের মধ্যে শেষ করব।’
পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ৬০ শতাংশ করে ভবনের কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্ধারণ করে। ঠিকাদার ২০২১ সালে নির্মাণকাজ শুরু করেন। তবে কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও ঠিকাদার বারবার কাজের সময় বাড়ানোর আবেদন করে নির্মাণকাজ নিয়ে কালক্ষেপণ করছেন।
ঠিকাদারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনের কাজ যে পরিমাণ করা হয়েছে, সেই পরিমাণ বিল অফিস থেকে দিতে পারছে না। এ জন্য কাজ শেষ করতে সময় লাগছে।
পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের জন্য ২০২০-২১ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। বরাদ্দের পরিমাণ ৮০ লাখ ৭৫ হাজার টাকা। ফাউন্ডেশন চারতলা। তবে এখন নির্মাণ করা হবে একতলা।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে একটি মাত্র পুরোনো পাকা ভবন রয়েছে। এতে তিনটি কক্ষ আছে, ওই সব কক্ষ ঝুঁকিপূর্ণ। পাঠদান চলার সময় গত বছর ২৩ সেপ্টেম্বর দশম শ্রেণির কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। ক্লাস পরিচালনার জন্য শ্রেণিকক্ষের সংকট রয়েছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফা আক্তার, কুলসুম আক্তার ও সালমান তালুকদার বলে, ‘নবম ও দশম শ্রেণির মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ক্লাস করার সময় অতিরিক্ত শ্রেণিকক্ষের প্রয়োজন হয়। তখন আমাদের স্কুল মাঠেও ক্লাস করতে হয়। নতুন ভবনের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’
বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ ৬০ শতাংশ করে বন্ধ রেখেছেন ঠিকাদার সেলিম মিয়া। দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বলা হলেও তিনি কাজ করছেন না।
অভিযোগের বিষয়ে ঠিকাদার মো. সেলিম মিয়া বলেন, ‘যে পরিমাণ কাজ করা হয়েছে, সেই পরিমাণ বিল উত্তোলন করতে পারিনি। এখন পর্যন্ত মাত্র ২৭ লাখ টাকার বিল পেয়েছি। যথাযথ বরাদ্দ নেই। তবুও ভবনের কাজটি অল্প সময়ের মধ্যে শেষ করব।’
পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে