পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে ঠেকাতে মাঠে নেমেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনের সমর্থকেরা।
নৌকা পেয়েও আফজাল হোসেনকে সরিয়ে রুহুল আমিনকে জায়গায় দেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের নাসির উদ্দিন তালুকদারকে বিজয়ী করতে প্রচার প্রচারণা শুরু করেছেন আফজাল সমর্থকেরা। আর এতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন রুহুল আমিন হাওলাদার। তবে জেলা আওয়ামী লীগ বলছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে না মেনে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়া দলের জন্য ক্ষতিকর।
গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ইটাবাড়িয়া ইউনিয়নে আফজাল হোসেনের ছোট ভাই জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম কামাল হোসেন কংগ্রেস মনোনীত প্রার্থী ডাব প্রতীকের নাসির উদ্দিন তালুকদারের সমর্থনে মিছিল ও পথসভা করে প্রচার প্রচারণার সূচনা করেন।
পথসভায় কামাল হোসেন নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের প্রিয় নেতা আফজাল হোসেনকে প্রধানমন্ত্রী নৌকা মার্কা উপহার দিয়েছিলেন কিন্তু বিশেষ কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।’
কামাল হোসেন বলেন, ‘তবে আপনারা জানেন, একজন ভূমি দস্যু, হেলিকপ্টার মন্ত্রী (রুহুল আমিন হাওলাদার) নির্বাচন আসলে আপনাদের মাথার ওপর গেড়ে বসে কিন্তু এই ভূমি দস্যুকে আমরা ৫ বছরেও একবার পাই না এবং জনগণেরও উপকার আসে না। তাই ভূমি দস্যুকে প্রতিহত করার জন্য আপনাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ডাব মার্কাকে কাকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে।’
জানা গেছে, পটুয়াখালী-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া। তবে বার্ধক্য জনিত কারণে গত ২১ অক্টোবর শাহজাহান মিয়া মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং শূন্য হওয়া আসনে উপনির্বাচনে নৌকা পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। তবে আফজাল হোসেন ১ মাসের জন্য এমপি নির্বাচিত হলেও তিনি সংসদে বসতে পারেননি। তাইতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হলে আফজাল হোসেন আবারও নৌকা পান। আর নৌকা পেয়ে মাঠ পর্যায়ে নেতা–কর্মীদের নিয়ে সভা সমাবেশ করলেও তার নেতা–কর্মীদের মাঝে চিন্তার ভাঁজ থেকে যায়। যার মূল কারণ, এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে মাঠে নামেন মহাজোটের সাবেক এমপি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
আর গত রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের আসন ভাগাভাগিতে ছিটকে যান আফজাল হোসেন। এতে আফজাল হোসেনের সমর্থকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তাইতো ভোটের মাঠে রুহুল আমিন হাওলাদারকে ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম সহ নানান ভাবে প্রচারণা করে উঠে পড়ে লেগেছে আফজাল হোসেনের সমর্থকেরা।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহজাহান মিয়ার পুত্র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছি। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অমান্য করে অন্য প্রার্থীকে সমর্থন করা দলের জন্য ক্ষতিকর। জেলা আওয়ামী লীগ সন্ধ্যায় সভা ডেকেছে এবং ওই সভায় আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনে কাজ করতে বলবে।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন, ‘আমার স্বাক্ষরে নৌকার পরিবর্তে আমি একজন প্রার্থীকে দিয়েছি, সে যদি তোমাদের কাছে সহযোগিতা চায় করবা’। এছাড়া পার্টির সেক্রেটারির সঙ্গেও কথা হয়েছে তিনিও একই কথা বলেছেন। এখন আফজাল সাহেব কেন বা কি কারণে ডাব নিয়া নামছেন আমি তা বলতে পারব না। আমার কাছে যেটা আছে লাঙ্গলকে সমর্থন দেওয়া তাই আমরা আজ সভা ডেকেছি সেখানে লাঙ্গলকে সমর্থন জানাবো।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আফজাল হোসেন বলেন, ‘দল থেকে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য যে কেউ প্রার্থী হতে পারবে সে ক্ষেত্রে কেউ যদি কোনো প্রার্থীকে সমর্থন করে সেটা তার অভিরুচি কিন্তু আমি কারও পক্ষে নামেনি।’
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকে ঠেকাতে মাঠে নেমেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনের সমর্থকেরা।
নৌকা পেয়েও আফজাল হোসেনকে সরিয়ে রুহুল আমিনকে জায়গায় দেওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের নাসির উদ্দিন তালুকদারকে বিজয়ী করতে প্রচার প্রচারণা শুরু করেছেন আফজাল সমর্থকেরা। আর এতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন রুহুল আমিন হাওলাদার। তবে জেলা আওয়ামী লীগ বলছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে না মেনে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়া দলের জন্য ক্ষতিকর।
গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ইটাবাড়িয়া ইউনিয়নে আফজাল হোসেনের ছোট ভাই জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এস এম কামাল হোসেন কংগ্রেস মনোনীত প্রার্থী ডাব প্রতীকের নাসির উদ্দিন তালুকদারের সমর্থনে মিছিল ও পথসভা করে প্রচার প্রচারণার সূচনা করেন।
পথসভায় কামাল হোসেন নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের প্রিয় নেতা আফজাল হোসেনকে প্রধানমন্ত্রী নৌকা মার্কা উপহার দিয়েছিলেন কিন্তু বিশেষ কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।’
কামাল হোসেন বলেন, ‘তবে আপনারা জানেন, একজন ভূমি দস্যু, হেলিকপ্টার মন্ত্রী (রুহুল আমিন হাওলাদার) নির্বাচন আসলে আপনাদের মাথার ওপর গেড়ে বসে কিন্তু এই ভূমি দস্যুকে আমরা ৫ বছরেও একবার পাই না এবং জনগণেরও উপকার আসে না। তাই ভূমি দস্যুকে প্রতিহত করার জন্য আপনাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ডাব মার্কাকে কাকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে।’
জানা গেছে, পটুয়াখালী-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া। তবে বার্ধক্য জনিত কারণে গত ২১ অক্টোবর শাহজাহান মিয়া মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং শূন্য হওয়া আসনে উপনির্বাচনে নৌকা পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। তবে আফজাল হোসেন ১ মাসের জন্য এমপি নির্বাচিত হলেও তিনি সংসদে বসতে পারেননি। তাইতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হলে আফজাল হোসেন আবারও নৌকা পান। আর নৌকা পেয়ে মাঠ পর্যায়ে নেতা–কর্মীদের নিয়ে সভা সমাবেশ করলেও তার নেতা–কর্মীদের মাঝে চিন্তার ভাঁজ থেকে যায়। যার মূল কারণ, এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে মাঠে নামেন মহাজোটের সাবেক এমপি ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
আর গত রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের আসন ভাগাভাগিতে ছিটকে যান আফজাল হোসেন। এতে আফজাল হোসেনের সমর্থকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। তাইতো ভোটের মাঠে রুহুল আমিন হাওলাদারকে ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম সহ নানান ভাবে প্রচারণা করে উঠে পড়ে লেগেছে আফজাল হোসেনের সমর্থকেরা।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহজাহান মিয়ার পুত্র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছি। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অমান্য করে অন্য প্রার্থীকে সমর্থন করা দলের জন্য ক্ষতিকর। জেলা আওয়ামী লীগ সন্ধ্যায় সভা ডেকেছে এবং ওই সভায় আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনে কাজ করতে বলবে।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন, ‘আমার স্বাক্ষরে নৌকার পরিবর্তে আমি একজন প্রার্থীকে দিয়েছি, সে যদি তোমাদের কাছে সহযোগিতা চায় করবা’। এছাড়া পার্টির সেক্রেটারির সঙ্গেও কথা হয়েছে তিনিও একই কথা বলেছেন। এখন আফজাল সাহেব কেন বা কি কারণে ডাব নিয়া নামছেন আমি তা বলতে পারব না। আমার কাছে যেটা আছে লাঙ্গলকে সমর্থন দেওয়া তাই আমরা আজ সভা ডেকেছি সেখানে লাঙ্গলকে সমর্থন জানাবো।’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আফজাল হোসেন বলেন, ‘দল থেকে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্য যে কেউ প্রার্থী হতে পারবে সে ক্ষেত্রে কেউ যদি কোনো প্রার্থীকে সমর্থন করে সেটা তার অভিরুচি কিন্তু আমি কারও পক্ষে নামেনি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে