পঞ্চগড় প্রতিনিধি
চলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল আগেভাগেই এসে পড়েছে।
এ দিন সকালে জেলা শহর এমনকি গ্রামের রাস্তায়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে যানবাহনকে। কুয়াশা এতটাই ঘন ছিল যে, অনেকে চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের কৃষক মো. শওকত আলী বলেন, ‘এই সময়টা রোপার মৌসুম। অথচ গত কয়েক দিন বৃষ্টিই নেই, তার ওপর আবার কুয়াশা। এমন আবহাওয়া আমাদের চাষাবাদের জন্য ভালো না। প্রকৃতি যেন তালগোল পাকিয়ে ফেলছে।’
একই এলাকার অন্য আরেক জন শিউলি বেগম বলেন, ‘ভোরে ঘুম ভেঙে দেখি, জানালার বাইরে ধোঁয়ার মতো কিছু! মনে হচ্ছিল, শীত পড়ে গেছে। কিন্তু গরমও কমে না, খুব অদ্ভুত একটা অনুভূতি।’
কলেজছাত্র মুরাদ মঞ্জিল বলেন, ‘সকালবেলা হঠাৎ কুয়াশা দেখে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছি, কিন্তু ভেবেছি—বর্ষাকালে এই দৃশ্য মানে কি কিছু গন্ডগোল হচ্ছে না আবহাওয়ায়?’
চা-দোকানি রুবেল ইসলাম বলেন, ‘এমন কুয়াশা গত ২০-২৫ বছরেও দেখিনি এই সময়। আগে জানতাম শীতে কুয়াশা হয়, এখন বর্ষাতেও শুরু। বুঝি না, আবহাওয়াও যেন পাল্টে গেছে।’
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রার ব্যবধান ছিল ৭-৮ ডিগ্রি, আর বাতাসে ছিল প্রচুর জলীয় বাষ্প—এই দুয়ের মিলে ঘন কুয়াশার সৃষ্টি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়েছিল। সেখান থেকে ভোরে কুয়াশা তৈরি হয়েছে। এটা একটা অস্বাভাবিক পরিবেশগত পরিবর্তন, যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। এই সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল আগেভাগেই এসে পড়েছে।
এ দিন সকালে জেলা শহর এমনকি গ্রামের রাস্তায়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে যানবাহনকে। কুয়াশা এতটাই ঘন ছিল যে, অনেকে চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক।
পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দীঘি ইউনিয়নের কৃষক মো. শওকত আলী বলেন, ‘এই সময়টা রোপার মৌসুম। অথচ গত কয়েক দিন বৃষ্টিই নেই, তার ওপর আবার কুয়াশা। এমন আবহাওয়া আমাদের চাষাবাদের জন্য ভালো না। প্রকৃতি যেন তালগোল পাকিয়ে ফেলছে।’
একই এলাকার অন্য আরেক জন শিউলি বেগম বলেন, ‘ভোরে ঘুম ভেঙে দেখি, জানালার বাইরে ধোঁয়ার মতো কিছু! মনে হচ্ছিল, শীত পড়ে গেছে। কিন্তু গরমও কমে না, খুব অদ্ভুত একটা অনুভূতি।’
কলেজছাত্র মুরাদ মঞ্জিল বলেন, ‘সকালবেলা হঠাৎ কুয়াশা দেখে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছি, কিন্তু ভেবেছি—বর্ষাকালে এই দৃশ্য মানে কি কিছু গন্ডগোল হচ্ছে না আবহাওয়ায়?’
চা-দোকানি রুবেল ইসলাম বলেন, ‘এমন কুয়াশা গত ২০-২৫ বছরেও দেখিনি এই সময়। আগে জানতাম শীতে কুয়াশা হয়, এখন বর্ষাতেও শুরু। বুঝি না, আবহাওয়াও যেন পাল্টে গেছে।’
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রার ব্যবধান ছিল ৭-৮ ডিগ্রি, আর বাতাসে ছিল প্রচুর জলীয় বাষ্প—এই দুয়ের মিলে ঘন কুয়াশার সৃষ্টি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়েছিল। সেখান থেকে ভোরে কুয়াশা তৈরি হয়েছে। এটা একটা অস্বাভাবিক পরিবেশগত পরিবর্তন, যা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। এই সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে