পঞ্চগড় প্রতিনিধি
মাদ্রাসার লাইব্রেরিয়ান পদে ছেলের চাকরির জন্য সভাপতি জুলফিকার আলম প্রধানকে দিয়েছিলেন ১২ লাখ টাকা। কিন্তু দুই বছরেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে হেনস্তার শিকার হন তিনি। এই ঘটনার কিছুদিন পর স্ট্রোক করে মারা যান ভুক্তভোগী।
টাকা ফেরত ও জুলফিকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত তাঁর বাড়িতে ভুক্তভোগীর মরদেহ নিয়ে অবস্থান করেন স্বজন ও এলাকাবাসী।
অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও রাত ৩টার দিকে তাঁরা আসেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি সদস্যদের সহায়তায় ৭ লাখ টাকা ফেরত দেওয়ার শর্তে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে মরদেহ দাফন করার কথা জানিয়েছেন সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে।
গতকাল রাত পৌনে ২টা পর্যন্ত সরেজমিনে উপস্থিত জনতার কাছ থেকে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া দাখিল মাদ্রাসার তৎকালীন সভাপতি জুলফিকার আলম প্রধান দুই বছর আগে মাদ্রাসার লাইব্রেরিয়ান পদে জাকিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ কারণে জাকিরুল ইসলামের বাবা দবিরুল ইসলাম প্রধানের (৫৫) কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা নেন। দুই মাস আগে জুলফিকারের সভাপতি পদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন টাকা ফেরত পেতে চাপ দেয় জাকিরুলের পরিবার। কিন্তু জুলফিকার বিভিন্নভাবে হয়রানি ও টালবাহানা করে কালক্ষেপণ করছিলেন।
আরও জানা যায়, ২০-২৫ দিন আগে দবিরুল ইসলাম প্রধান জুলফিকারের কাছে টাকা ফেরত চাইতে যান। এ সময় জুলফিকার দবিরুলকে টাকা না দিয়ে উল্টো লাঞ্ছিত করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হন। তাঁকে বাড়ি থেকে বের করে দেন। সেই অপমান সইতে না পেরে বাড়ি ফিরেই তিনি স্ট্রোক করেন বলে জানায় তাঁর পরিবার। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার আবারও স্ট্রোক করেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা যান দবিরুল। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দবিরুলের মরদেহ নিয়ে জুলফিকারের বাড়ি গিয়ে অবস্থান শুরু করেন।
দবিরুলের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, চাহিদামতো টাকা দিয়েও ছেলেকে চাকরি দিতে না পারা এবং টাকা ফেরত না পাওয়ার উদ্বেগে স্ট্রোক করেন দবিরুল। টাকা ফেরত না দেওয়া পর্যন্ত মরদেহ দাফন করবেন বলে ঘোষণা দেন তাঁরা।
দবিরুল ইসলামের ছেলে আব্দুস সবুর প্রধান বলেন, ‘প্রধানপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ স্যারসহ বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে আমার বাবা জুলফিকারের কাছে ১২ লাখ টাকা দিয়েছেন। টাকা উদ্ধারে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’
দবিরুলের ছেলে জাকিরুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে জুলফিকারকে বাবা ১২ লাখ টাকা দিয়েছেন। জমি-জায়গা, গরু-ছাগল বিক্রি করে জুলফিকারকে টাকা দিয়েছেন। কিন্তু তিনি আমার চাকরিও দেননি, টাকাও ফেরত দিচ্ছেন না। উল্টো বাবাকে হয়রানি করেছেন।’
দবিরুলের ভাই বদিরুল ইসলাম বলেন, ‘চিন্তায় চিন্তায় ভাই বারবার স্ট্রোক করেছে। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারাই গেল। প্রতারক জুলফিকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি উভয় পক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত জুলফিকার আলম প্রধানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদ্রাসার লাইব্রেরিয়ান পদে ছেলের চাকরির জন্য সভাপতি জুলফিকার আলম প্রধানকে দিয়েছিলেন ১২ লাখ টাকা। কিন্তু দুই বছরেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গিয়ে হেনস্তার শিকার হন তিনি। এই ঘটনার কিছুদিন পর স্ট্রোক করে মারা যান ভুক্তভোগী।
টাকা ফেরত ও জুলফিকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত তাঁর বাড়িতে ভুক্তভোগীর মরদেহ নিয়ে অবস্থান করেন স্বজন ও এলাকাবাসী।
অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও রাত ৩টার দিকে তাঁরা আসেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি সদস্যদের সহায়তায় ৭ লাখ টাকা ফেরত দেওয়ার শর্তে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে মরদেহ দাফন করার কথা জানিয়েছেন সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে।
গতকাল রাত পৌনে ২টা পর্যন্ত সরেজমিনে উপস্থিত জনতার কাছ থেকে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া দাখিল মাদ্রাসার তৎকালীন সভাপতি জুলফিকার আলম প্রধান দুই বছর আগে মাদ্রাসার লাইব্রেরিয়ান পদে জাকিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ কারণে জাকিরুল ইসলামের বাবা দবিরুল ইসলাম প্রধানের (৫৫) কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা নেন। দুই মাস আগে জুলফিকারের সভাপতি পদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন টাকা ফেরত পেতে চাপ দেয় জাকিরুলের পরিবার। কিন্তু জুলফিকার বিভিন্নভাবে হয়রানি ও টালবাহানা করে কালক্ষেপণ করছিলেন।
আরও জানা যায়, ২০-২৫ দিন আগে দবিরুল ইসলাম প্রধান জুলফিকারের কাছে টাকা ফেরত চাইতে যান। এ সময় জুলফিকার দবিরুলকে টাকা না দিয়ে উল্টো লাঞ্ছিত করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হন। তাঁকে বাড়ি থেকে বের করে দেন। সেই অপমান সইতে না পেরে বাড়ি ফিরেই তিনি স্ট্রোক করেন বলে জানায় তাঁর পরিবার। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রোববার আবারও স্ট্রোক করেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা যান দবিরুল। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দবিরুলের মরদেহ নিয়ে জুলফিকারের বাড়ি গিয়ে অবস্থান শুরু করেন।
দবিরুলের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, চাহিদামতো টাকা দিয়েও ছেলেকে চাকরি দিতে না পারা এবং টাকা ফেরত না পাওয়ার উদ্বেগে স্ট্রোক করেন দবিরুল। টাকা ফেরত না দেওয়া পর্যন্ত মরদেহ দাফন করবেন বলে ঘোষণা দেন তাঁরা।
দবিরুল ইসলামের ছেলে আব্দুস সবুর প্রধান বলেন, ‘প্রধানপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ স্যারসহ বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে আমার বাবা জুলফিকারের কাছে ১২ লাখ টাকা দিয়েছেন। টাকা উদ্ধারে সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’
দবিরুলের ছেলে জাকিরুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে জুলফিকারকে বাবা ১২ লাখ টাকা দিয়েছেন। জমি-জায়গা, গরু-ছাগল বিক্রি করে জুলফিকারকে টাকা দিয়েছেন। কিন্তু তিনি আমার চাকরিও দেননি, টাকাও ফেরত দিচ্ছেন না। উল্টো বাবাকে হয়রানি করেছেন।’
দবিরুলের ভাই বদিরুল ইসলাম বলেন, ‘চিন্তায় চিন্তায় ভাই বারবার স্ট্রোক করেছে। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারাই গেল। প্রতারক জুলফিকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি উভয় পক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত জুলফিকার আলম প্রধানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে