পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশাচালক আল আমিনকে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে জেলার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন। তিনি বলেন, আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ঢাকা থেকে সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ে আনা হয়। আজ সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টায় প্রথমে তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ হত্যা ও লাশ গুমের অভিযোগের মামলায় আদালতের কাছে নুরুল ইসলাম সুজনের জামিনের বিরোধিতা করে। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। পরে তাঁকে আবার পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।
মামলা থেকে জানা গেছে, নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে গত ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন। এর আগে গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন। দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর বাড়ির সামনে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে রিকশাচালকের ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় আল আমিনের সঙ্গে থাকা রায়হানুল ইসলাম রিফাত ও সুজন ইসলাম নামের দুই তরুণ আহত হন। তবে তাঁদের দুজনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই আল আমিনকে খুঁজছিল তাঁর পরিবার। খোঁজ না পেয়ে ১৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পরে ১০ নভেম্বর আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামসহ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে আছে। আল আমিন পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামের এক রিকশাচালককে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথ মন্ত্রীকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়েছেন, আমরা সরকারপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। আদালত আসামির জামিন নামঞ্জুর করেছে। এই আসামির বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা আসছে।
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশাচালক আল আমিনকে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁকে জেলার চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন। তিনি বলেন, আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ঢাকা থেকে সাবেক রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ে আনা হয়। আজ সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টায় প্রথমে তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ হত্যা ও লাশ গুমের অভিযোগের মামলায় আদালতের কাছে নুরুল ইসলাম সুজনের জামিনের বিরোধিতা করে। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। পরে তাঁকে আবার পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।
মামলা থেকে জানা গেছে, নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে গত ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন। এর আগে গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন। দুপুরে দুই তরুণের সঙ্গে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর বাড়ির সামনে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে রিকশাচালকের ওপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে এলোপাতাড়ি আঘাত করা হয়। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ছাত্রলীগ নেতা সাদমান সাকিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় আল আমিনের সঙ্গে থাকা রায়হানুল ইসলাম রিফাত ও সুজন ইসলাম নামের দুই তরুণ আহত হন। তবে তাঁদের দুজনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও আল আমিনকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই আল আমিনকে খুঁজছিল তাঁর পরিবার। খোঁজ না পেয়ে ১৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পরে ১০ নভেম্বর আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন। মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামসহ আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে আছে। আল আমিন পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া আল আমিন নামের এক রিকশাচালককে হত্যা ও লাশ গুমের মামলায় সাবেক রেলপথ মন্ত্রীকে আজ গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়েছেন, আমরা সরকারপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি। আদালত আসামির জামিন নামঞ্জুর করেছে। এই আসামির বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা আসছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে