Ajker Patrika

বিশালের হাতে বিশাল খুন

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১: ৪০
বিশালের হাতে বিশাল খুন

পারিবারিক বিরোধের জেরে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় ভগ্নিপতি বিশাল রায়কে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সম্বন্ধী বিশালের বিরুদ্ধে। ভগ্নিপতি ও সম্বন্ধী দুজনের নামই বিশাল। আজ শনিবার সকাল ৭টার দিকে ওই এলাকার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত বিশাল পাবনা পৌর শহরের অনন্ত বাজার দক্ষিণ রামপুর মহল্লার উত্তম রায়ের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত বিশাল ও তাঁর সম্বন্ধীর নামও বিশাল। পেশায় তাঁরা দুজনই সুইপার। পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ ছিল। এরই জেরে শনিবার সকালে ভগ্নিপতি বিশাল বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে সুইপার কলোনির সামনে তাঁর সম্বন্ধী বিশালের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভগ্নিপতি বিশালকে কুপিয়ে আহত করে পালিয়ে যান তাঁর সম্বন্ধী। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত বিশালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলও পরিদর্শন করা হয়েছে। তাঁদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এর সঙ্গে জড়িতকে ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত