পাবনা প্রতিনিধি
আজাদ হোসেনের (২২) মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান বন্ধু আব্দুস সামাদ সম্রাট (২৮)। মোটরসাইকেলটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে মেরামত করতে আজাদের ২ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে আজাদকে ১ হাজার টাকা দেন সম্রাট। বাকি ১ হাজার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজাদকে হত্যা করেন সম্রাট।
পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকার রাজমিস্ত্রি আজাদ হোসেন (২২) হত্যা মামলার আসামি সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ এ তথ্য জানতে পেরেছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ রোববার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এই তথ্য জানান। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত আজাদ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। গ্রেপ্তার আব্দুস সামাদ সম্রাট একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত ১১ মার্চ সন্ধ্যায় আজাদ তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১২ মার্চ বিকেলে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আব্দুল হাকিম।
খোঁজাখুঁজির একপর্যায়ে ১৩ মার্চ দুপুরে আজাদের ক্ষতবিক্ষত লাশ দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে পাওয়া যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে মামলা করেন।
এরপর ঘটনা তদন্তে মাঠে নামে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আব্দুস সামাদ সম্রাটকে গতকাল শনিবার দুপুরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আজাদকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
পুলিশকে সম্রাট জানান, তাঁরা ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। এক মাস আগে আজাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেড়াতে গেলে দুর্ঘটনায় তা ক্ষতিগ্রস্ত হয়। তাতে মোটরসাইকেল মেরামত বাবদ ২ হাজার টাকা খরচ হয় আজাদের। এর মধ্যে ১ হাজার টাকা দেন তিনি। বাকি ১ হাজার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। সেই থেকে আজাদকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন তিনি।
গত ১১ মার্চ রাতে আজাদকে ডেকে নিয়ে মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে যান সম্রাট। সেখানে সম্রাট ধারালো চাকু দিয়ে আজাদকে হত্যার পর লাশ লতাপাতা দিয়ে ঢেকে রাখেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু পাশের ধানখেতে ফেলে দেন। নিহত আজাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং তাঁর গায়ে থাকা রক্তমাখা জ্যাকেট নিয়ে চলে যান তিনি। আজাদের ব্যবহৃত মোবাইল ফোনটি পথে ছয়ঘড়িয়া গ্রামের একটি পুকুরে ফেলে দেন।
পুলিশের বর্ণনা অনুযায়ী, আজাদের রক্তমাখা জ্যাকেট এবং মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেট সম্রাট তাঁর শোয়ার ঘরে রেখে মোটরসাইকেল নিয়ে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ফারুক শেখের বাড়িতে রেখে আসেন। গ্রেপ্তারের পর সম্রাটের স্বীকারোক্তি মোতাবেক নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, রক্তমাখা জ্যাকেট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু জব্দ করে পুলিশ।
এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে গতকাল শনিবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সম্রাট। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
আজাদ হোসেনের (২২) মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান বন্ধু আব্দুস সামাদ সম্রাট (২৮)। মোটরসাইকেলটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে মেরামত করতে আজাদের ২ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে আজাদকে ১ হাজার টাকা দেন সম্রাট। বাকি ১ হাজার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজাদকে হত্যা করেন সম্রাট।
পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকার রাজমিস্ত্রি আজাদ হোসেন (২২) হত্যা মামলার আসামি সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ এ তথ্য জানতে পেরেছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ রোববার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এই তথ্য জানান। গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত আজাদ পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। গ্রেপ্তার আব্দুস সামাদ সম্রাট একই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত ১১ মার্চ সন্ধ্যায় আজাদ তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১২ মার্চ বিকেলে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আব্দুল হাকিম।
খোঁজাখুঁজির একপর্যায়ে ১৩ মার্চ দুপুরে আজাদের ক্ষতবিক্ষত লাশ দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে পাওয়া যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে মামলা করেন।
এরপর ঘটনা তদন্তে মাঠে নামে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আব্দুস সামাদ সম্রাটকে গতকাল শনিবার দুপুরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আজাদকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
পুলিশকে সম্রাট জানান, তাঁরা ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। এক মাস আগে আজাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেড়াতে গেলে দুর্ঘটনায় তা ক্ষতিগ্রস্ত হয়। তাতে মোটরসাইকেল মেরামত বাবদ ২ হাজার টাকা খরচ হয় আজাদের। এর মধ্যে ১ হাজার টাকা দেন তিনি। বাকি ১ হাজার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। সেই থেকে আজাদকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন তিনি।
গত ১১ মার্চ রাতে আজাদকে ডেকে নিয়ে মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে যান সম্রাট। সেখানে সম্রাট ধারালো চাকু দিয়ে আজাদকে হত্যার পর লাশ লতাপাতা দিয়ে ঢেকে রাখেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু পাশের ধানখেতে ফেলে দেন। নিহত আজাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং তাঁর গায়ে থাকা রক্তমাখা জ্যাকেট নিয়ে চলে যান তিনি। আজাদের ব্যবহৃত মোবাইল ফোনটি পথে ছয়ঘড়িয়া গ্রামের একটি পুকুরে ফেলে দেন।
পুলিশের বর্ণনা অনুযায়ী, আজাদের রক্তমাখা জ্যাকেট এবং মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেট সম্রাট তাঁর শোয়ার ঘরে রেখে মোটরসাইকেল নিয়ে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ফারুক শেখের বাড়িতে রেখে আসেন। গ্রেপ্তারের পর সম্রাটের স্বীকারোক্তি মোতাবেক নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, রক্তমাখা জ্যাকেট ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু জব্দ করে পুলিশ।
এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে গতকাল শনিবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সম্রাট। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে