প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)
পাবনার সাঁথিয়ায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলায় তিনটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন। যা ২০১৯ সালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
পরবর্তীতে গত বছরের শেষের দিকে ঠিকাদার প্রতিষ্ঠান সোনাতলা ও চলতি বছরের মে মাসে কাশিনাথপুরের মা ও শিশু কেন্দ্রটি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে ঠিকাদার প্রতিষ্ঠান বদরুল ইকবাল লিমিটেড। কিন্তু উপজেলার কুমিরগাড়ীর কেন্দ্রটি জলাবদ্ধতার কারণে নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে।
জানা যায়, প্রতিটি মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২ জন মেডিকেল অফিসার, ৩ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন ফার্মাসিস্ট, ১ জন কম্পিউটার ম্যান, ১ জন আয়াসহ ১৪ জন জনবল থাকবে। এখানে নরমাল ও অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হবে। এ ছাড়া কেন্দ্রগুলোর মাধ্যমে শিশু ও মায়েরা যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হবে। কিন্তু নির্মাণাধীন কেন্দ্র দুটি চালু না হওয়ায় গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় পরিবারের মায়েরা সঠিক ও অল্প খরচে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেবা গ্রহণ করতে তাঁদের বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে। এতে করে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। শুধু তাই নয়, ভুল চিকিৎসায় অনেক মা ও শিশু অকালে মৃত্যুবরণ করছেন।
অপরদিকে, কাশিনাথপুর মা ও শিশুকেন্দ্রের কার্যক্রম শুরু না হওয়ায় এরই মধ্যে জানালার গ্রিল কেটে কিছু মালামাল চুরি হয়ে গেছে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কেন্দ্রের মূল্যবান আসবাবপত্রসহ দামি জিনিসপত্র।
এ বিষয়ে পাবনা জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম মিঠুল বলেন, স্থানীয় এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব বাবলু কুমার সাহার চেষ্টায় মা ও শিশু কেন্দ্রগুলো নির্মাণ করা হয়। যা পল্লি অঞ্চলের স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রাখবে।
পাবনা স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী শামসুল আরিফিন বলেন, নির্মাণ কাজ শেষে আমরা সাঁথিয়ার দুটি কেন্দ্র সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি।
পাবনার পরিবার পরিকল্পনার উপপরিচালক শামসুল আলম বলেন, সারা দেশে ১৫৯টি মা ও শিশু কেন্দ্র নির্মাণ করা হয়েছে। করোনায় নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে জনবলের অভাবে এখনো চালু করা সম্ভব হয়নি।
পাবনার সাঁথিয়ায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলায় তিনটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন। যা ২০১৯ সালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
পরবর্তীতে গত বছরের শেষের দিকে ঠিকাদার প্রতিষ্ঠান সোনাতলা ও চলতি বছরের মে মাসে কাশিনাথপুরের মা ও শিশু কেন্দ্রটি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে ঠিকাদার প্রতিষ্ঠান বদরুল ইকবাল লিমিটেড। কিন্তু উপজেলার কুমিরগাড়ীর কেন্দ্রটি জলাবদ্ধতার কারণে নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে।
জানা যায়, প্রতিটি মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২ জন মেডিকেল অফিসার, ৩ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন ফার্মাসিস্ট, ১ জন কম্পিউটার ম্যান, ১ জন আয়াসহ ১৪ জন জনবল থাকবে। এখানে নরমাল ও অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হবে। এ ছাড়া কেন্দ্রগুলোর মাধ্যমে শিশু ও মায়েরা যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হবে। কিন্তু নির্মাণাধীন কেন্দ্র দুটি চালু না হওয়ায় গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় পরিবারের মায়েরা সঠিক ও অল্প খরচে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেবা গ্রহণ করতে তাঁদের বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে। এতে করে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। শুধু তাই নয়, ভুল চিকিৎসায় অনেক মা ও শিশু অকালে মৃত্যুবরণ করছেন।
অপরদিকে, কাশিনাথপুর মা ও শিশুকেন্দ্রের কার্যক্রম শুরু না হওয়ায় এরই মধ্যে জানালার গ্রিল কেটে কিছু মালামাল চুরি হয়ে গেছে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কেন্দ্রের মূল্যবান আসবাবপত্রসহ দামি জিনিসপত্র।
এ বিষয়ে পাবনা জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম মিঠুল বলেন, স্থানীয় এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব বাবলু কুমার সাহার চেষ্টায় মা ও শিশু কেন্দ্রগুলো নির্মাণ করা হয়। যা পল্লি অঞ্চলের স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রাখবে।
পাবনা স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী শামসুল আরিফিন বলেন, নির্মাণ কাজ শেষে আমরা সাঁথিয়ার দুটি কেন্দ্র সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি।
পাবনার পরিবার পরিকল্পনার উপপরিচালক শামসুল আলম বলেন, সারা দেশে ১৫৯টি মা ও শিশু কেন্দ্র নির্মাণ করা হয়েছে। করোনায় নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে জনবলের অভাবে এখনো চালু করা সম্ভব হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫