পাবনা প্রতিনিধি
পাবনা পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রচার ছাড়াই এক ওয়ার্ডের পণ্য অন্য ওয়ার্ডে বিতরণের ফলে অনেকেই পাচ্ছেন না, আবার অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া যোগসাজশ ও কৌশলে অনেক কার্ডধারী গ্রাহকদের কাছে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সেই পণ্য উচ্চমূল্যে দোকানিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।
পাবনা পৌর এলাকার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ও পণ্য বিক্রির দায়িত্বপ্রাপ্ত তদারকি (ট্যাগ) অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ভুক্তভোগী কার্ডধারী ও এলাকাবাসী। তাঁরা অভিযোগ করেন, আগে ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের পণ্য কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে দেওয়া হতো। কিন্তু ১৩ নম্বর ওয়ার্ড তাদের পণ্য সেই ওয়ার্ডেই বিক্রি করছে। আর বাকি দুই ওয়ার্ডের পণ্য বিক্রির স্থান নির্ধারণ করা হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের চক ছাতিয়ানির মোড়ে। আজ বুধবার সকাল থেকে কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি চলে। কিন্তু ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও কার্ডধারীরা জানেনই না। অনেকেই কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে এসে পণ্য না পেয়ে ফিরে যান।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল বলেন, ‘আমার ওয়ার্ডের মানুষ জানেনই না, আজ পণ্য বিক্রি হচ্ছে। ফলে অনেক কার্ডধারী পণ্য পাননি। এভাবে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সব পণ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও ট্যাগ অফিসার যোগসাজশ করে বাইরে বিক্রি করছেন। আমার ওয়ার্ডের পণ্য আমার ওয়ার্ডে দেওয়া হলে এই অনিয়মের সুযোগ থাকবে না।’
এ বিষয়ে ঠিকাদার তানভীর ফয়সাল রিয়াদ বলেন, ‘ডিসি এবং ইউএনও অফিস থেকে আমাকে এখানেই পণ্য বিক্রির জন্য স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেখানে ছাড়া অন্য কোথাও পণ্য বিক্রির সুযোগ নেই। আর এখানে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানেই পণ্য বিক্রি করি। অবশিষ্ট পণ্য বিকেলে ট্যাগ অফিসারের অনুমতিতেই সাধারণ গরিব-অসহায় মানুষের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করি। অনিয়ম করে বিক্রির কোনো সুযোগ নেই।’
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শামি আক্তার বলেন, ‘আসলে ওইখানে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফলে এই সমস্যা দেখা গেছে। এখানে কোনো অনিয়ম হয় না। গত মঙ্গলবার অবশিষ্ট ৪৩টি কার্ড আমি নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ গরিব মানুষের মধ্যে বিতরণ করে আসছি। অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, ‘মাইকিং তো করা হয়েছে। আর টিসিবির পণ্য অন্য কোথাও বিক্রির সুযোগ নেই। কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়, তাহলে অবশ্যই আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
পাবনা পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রচার ছাড়াই এক ওয়ার্ডের পণ্য অন্য ওয়ার্ডে বিতরণের ফলে অনেকেই পাচ্ছেন না, আবার অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া যোগসাজশ ও কৌশলে অনেক কার্ডধারী গ্রাহকদের কাছে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সেই পণ্য উচ্চমূল্যে দোকানিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।
পাবনা পৌর এলাকার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ও পণ্য বিক্রির দায়িত্বপ্রাপ্ত তদারকি (ট্যাগ) অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ভুক্তভোগী কার্ডধারী ও এলাকাবাসী। তাঁরা অভিযোগ করেন, আগে ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের পণ্য কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে দেওয়া হতো। কিন্তু ১৩ নম্বর ওয়ার্ড তাদের পণ্য সেই ওয়ার্ডেই বিক্রি করছে। আর বাকি দুই ওয়ার্ডের পণ্য বিক্রির স্থান নির্ধারণ করা হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের চক ছাতিয়ানির মোড়ে। আজ বুধবার সকাল থেকে কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি চলে। কিন্তু ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও কার্ডধারীরা জানেনই না। অনেকেই কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে এসে পণ্য না পেয়ে ফিরে যান।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল বলেন, ‘আমার ওয়ার্ডের মানুষ জানেনই না, আজ পণ্য বিক্রি হচ্ছে। ফলে অনেক কার্ডধারী পণ্য পাননি। এভাবে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সব পণ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও ট্যাগ অফিসার যোগসাজশ করে বাইরে বিক্রি করছেন। আমার ওয়ার্ডের পণ্য আমার ওয়ার্ডে দেওয়া হলে এই অনিয়মের সুযোগ থাকবে না।’
এ বিষয়ে ঠিকাদার তানভীর ফয়সাল রিয়াদ বলেন, ‘ডিসি এবং ইউএনও অফিস থেকে আমাকে এখানেই পণ্য বিক্রির জন্য স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেখানে ছাড়া অন্য কোথাও পণ্য বিক্রির সুযোগ নেই। আর এখানে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানেই পণ্য বিক্রি করি। অবশিষ্ট পণ্য বিকেলে ট্যাগ অফিসারের অনুমতিতেই সাধারণ গরিব-অসহায় মানুষের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করি। অনিয়ম করে বিক্রির কোনো সুযোগ নেই।’
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শামি আক্তার বলেন, ‘আসলে ওইখানে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফলে এই সমস্যা দেখা গেছে। এখানে কোনো অনিয়ম হয় না। গত মঙ্গলবার অবশিষ্ট ৪৩টি কার্ড আমি নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ গরিব মানুষের মধ্যে বিতরণ করে আসছি। অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, ‘মাইকিং তো করা হয়েছে। আর টিসিবির পণ্য অন্য কোথাও বিক্রির সুযোগ নেই। কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়, তাহলে অবশ্যই আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫